তোমাদের ইট পাথরের শহরে
আমি থাকতে চাই না সে শহরে,
যে শহরে মানবতার কোন গন্ধ নেই।
আমি থাকবোনা সেই শহরে,
যে শহরে ভালোবাসা বলে কিছু নেই।
আমি থাকবোনা এই শহরে,
যদি সাধারণ মানুষের নিরাপত্তা না থাকে।
আমি থাকবেনা এই শহরে,
যদিও দূরের দিগন্ত আমায় কাছে ডাকে।
একদা হানাদার শ্যাম বাংলাকে করেছিলো তছ-নছ।
সেদিন ব্যাথায় সমস্ত শহর কাঁপছিলো থর-থর।
দুর্দিন গিয়ে স্বাধীনতা এলো,রয়ে গেলো কালো ছায়া;
সর্বস্ব হারিয়ে নিপিড়ীতরা বেঁচে আছে শহরের মায়া।
গুম,হত্যা,লাশ,দুর্নীতি পাপে ভরে গেছে গোটা শহর ;
রক্তমাখা দুঃখের শহর কবে বদলাবে?গুনছি সে প্রহর।
এখনো শোনা যায় দুঃখিনী মায়ের অস্রুসিক্ত হাহাকার;
কাঁটা হয়ে আছে কিছু মনুষ্যরুপী হায়না শৃগালের পাল।
আবার এ শহরে সবুজায়ন হবে,দুঃখ,ছায়া থাকবেনা।
তখন হয়তো স্মৃতিগুলো রবে,আমি বেঁচে থাকবোনা।
একদিন এই ঘুমন্ত শহরে আলোর মশাল আসবে।
তিমির এই ইটের শহরে আশার আলো জ্বলবে।।
যে শহরে মানবতার কোন গন্ধ নেই।
আমি থাকবোনা সেই শহরে,
যে শহরে ভালোবাসা বলে কিছু নেই।
আমি থাকবোনা এই শহরে,
যদি সাধারণ মানুষের নিরাপত্তা না থাকে।
আমি থাকবেনা এই শহরে,
যদিও দূরের দিগন্ত আমায় কাছে ডাকে।
একদা হানাদার শ্যাম বাংলাকে করেছিলো তছ-নছ।
সেদিন ব্যাথায় সমস্ত শহর কাঁপছিলো থর-থর।
দুর্দিন গিয়ে স্বাধীনতা এলো,রয়ে গেলো কালো ছায়া;
সর্বস্ব হারিয়ে নিপিড়ীতরা বেঁচে আছে শহরের মায়া।
গুম,হত্যা,লাশ,দুর্নীতি পাপে ভরে গেছে গোটা শহর ;
রক্তমাখা দুঃখের শহর কবে বদলাবে?গুনছি সে প্রহর।
এখনো শোনা যায় দুঃখিনী মায়ের অস্রুসিক্ত হাহাকার;
কাঁটা হয়ে আছে কিছু মনুষ্যরুপী হায়না শৃগালের পাল।
আবার এ শহরে সবুজায়ন হবে,দুঃখ,ছায়া থাকবেনা।
তখন হয়তো স্মৃতিগুলো রবে,আমি বেঁচে থাকবোনা।
একদিন এই ঘুমন্ত শহরে আলোর মশাল আসবে।
তিমির এই ইটের শহরে আশার আলো জ্বলবে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সানাউল্লাহ ১৬/০৬/২০২১
-
মাহতাব বাঙ্গালী ১৫/০৬/২০২১দূর হোক য্ত অবিচার
আসুক ন্যায় বিচার
শান্তি রচিবার তরে -
আলমগীর সরকার লিটন ১৪/০৬/২০২১বেশ আবেগময় প্রকাশ কবি
খারাপ কাজের আসল মুল খারাপ লোকের হৃদয়ে রয়।