দুরন্তপনা শৈশব
আবার ফিরে যেতে ইচ্ছে করে,
আনন্দে ঘেরা দুরন্তপনা শৈশবে।
তখন ছিলোনা মনে শঙ্কা, নাহি ব্যাস্ততা
মনে হতো শুধু জীবন মানে স্থির প্রফুল্লতা।
জাম-সুপারির ছায়া আজও স্বাক্ষী,
স্বাক্ষী এই আকাঁবাকা মেঠোপথ।
আজও স্মরণ করি আম কুড়ানো আর
টিনের চালে পড়া বৃষ্টির শব্দ।
মনে কতো রঙিন স্বপ্ন নিয়ে
পাখির কলকাকলিতে ভাঙতো যে ঘুম।
মাঠে আর ঘাটে কত যে গিয়েছি দৌড়ে,
দুষ্টু হাসির মিষ্টি রেখা কোথা যে হারিয়ে গেছে।
দুচোখের কোণে শূন্যতা দেখি
আর মরিচীকায় স্বস্তি পায়।
শৈশব তুমি আসবে কি ফিরে বৃষ্টি ভেজা গায়।
আবার ফিরে যেতে ইচ্ছে করে,
স্মৃতি বিজড়িত সেই শিক্ষাঙ্গনে |
যেখানের মুখোরিত ধ্বনি আজও কানে বাজে।
আজও আশা রাখি দেখা হবে বাল্য বন্ধুর সাথে
আবার জমবে আড্ডা ধনুমিয়ার চায়ের দোকানে।
বন্ধু তোরা কে কোথায় আছিস?চল এক হই।
বীরের বেশে একতার বলে বিশ্ব করি জয় ||
আনন্দে ঘেরা দুরন্তপনা শৈশবে।
তখন ছিলোনা মনে শঙ্কা, নাহি ব্যাস্ততা
মনে হতো শুধু জীবন মানে স্থির প্রফুল্লতা।
জাম-সুপারির ছায়া আজও স্বাক্ষী,
স্বাক্ষী এই আকাঁবাকা মেঠোপথ।
আজও স্মরণ করি আম কুড়ানো আর
টিনের চালে পড়া বৃষ্টির শব্দ।
মনে কতো রঙিন স্বপ্ন নিয়ে
পাখির কলকাকলিতে ভাঙতো যে ঘুম।
মাঠে আর ঘাটে কত যে গিয়েছি দৌড়ে,
দুষ্টু হাসির মিষ্টি রেখা কোথা যে হারিয়ে গেছে।
দুচোখের কোণে শূন্যতা দেখি
আর মরিচীকায় স্বস্তি পায়।
শৈশব তুমি আসবে কি ফিরে বৃষ্টি ভেজা গায়।
আবার ফিরে যেতে ইচ্ছে করে,
স্মৃতি বিজড়িত সেই শিক্ষাঙ্গনে |
যেখানের মুখোরিত ধ্বনি আজও কানে বাজে।
আজও আশা রাখি দেখা হবে বাল্য বন্ধুর সাথে
আবার জমবে আড্ডা ধনুমিয়ার চায়ের দোকানে।
বন্ধু তোরা কে কোথায় আছিস?চল এক হই।
বীরের বেশে একতার বলে বিশ্ব করি জয় ||
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিমেষ চক্রবর্তী ১৩/০৬/২০২১খুব ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০৬/২০২১দারুণ।
-
সানাউল্লাহ ১৩/০৬/২০২১দুরন্ত ছেলে বেলার স্মৃতি স্মরণ করে আবার সেই সময়ে ফিরে যাবার এক দুর্নিবার ইচ্ছা পোষণ করে লেখা কবিতাটি চমৎকার হয়েছে। শুভকামনা কবি।
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১beautiful and nostalgic feelings
-
কে. পাল ১৩/০৬/২০২১Darun lekha
-
অনিমেষ চক্রবর্তী ১৩/০৬/২০২১কবি তুমি সুন্দর ফুটিয়েছো
বাস্তবতা তুলে ধরিয়াছো ৷ -
আলমগীর সরকার লিটন ১৩/০৬/২০২১বেশ স্মৃতিমুখর অনেক শুভেচ্ছা রইল