প্রিয় বাংলাদেশ
সবুজ শ্যামল শস্যে ভরা
আমাদের এই সু-দেশ,
লাখো বীরের রক্তে ভেজা
প্রিয় এই বাংলাদেশ।
প্রাতে পুবে রবি ওঠে
বঙ্গদেশের বুকে,
চাষীরা ধান কাটে মাঠে
দিন কেটে যায় সুখে।
দিগন্তব্যপী মাঠে ঘাটে
পক্ষী ডাকে ঝাঁকে,
নদী নালা খালে বিলে
চলে বাঁকে বাঁকে।
শীতল সবুজ তরু কুঞ্জ
পত্রে বিন্দু সলিল,
সর্বত্র আজ মায়া টলমল
ঝিলে ফোটে কমল।
ফুলে ফসল গগন সমীর
হৃদয় কাড়ে খুব বেশ,
এদেশ আমার জন্মভূমি
প্রিয় এই বাংলাদেশ।
আমাদের এই সু-দেশ,
লাখো বীরের রক্তে ভেজা
প্রিয় এই বাংলাদেশ।
প্রাতে পুবে রবি ওঠে
বঙ্গদেশের বুকে,
চাষীরা ধান কাটে মাঠে
দিন কেটে যায় সুখে।
দিগন্তব্যপী মাঠে ঘাটে
পক্ষী ডাকে ঝাঁকে,
নদী নালা খালে বিলে
চলে বাঁকে বাঁকে।
শীতল সবুজ তরু কুঞ্জ
পত্রে বিন্দু সলিল,
সর্বত্র আজ মায়া টলমল
ঝিলে ফোটে কমল।
ফুলে ফসল গগন সমীর
হৃদয় কাড়ে খুব বেশ,
এদেশ আমার জন্মভূমি
প্রিয় এই বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১জন্মভূমি নিয়ে বেশ লিখেছেন; ভালো লেগেছে প্রিয়কবি সতত
-
ফয়জুল মহী ১২/০৬/২০২১পাঠে মুগ্ধ হলাম প্রিয়।
-
খায়রুল আহসান ১২/০৬/২০২১অন্ত্যমিলটা আরেকটু ভাল হওয়া দরকার ছিল।
কবিতা বা ছন্দ মেলাতে গিয়ে কখনো জোর করবেন না। স্বতঃস্ফূর্তভাবে ছন্দ না এলে সেটা কবিতাও হবে না, ছড়াও হবে না।
'পুবে' বানানটি কি পূবে হবে? -
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৬/২০২১আমার বাংলাদেশ
রূপের নাই শেষ। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/০৬/২০২১সুন্দর দেশের কবিতা।
-
আলমগীর সরকার লিটন ১২/০৬/২০২১খুব সুন্দর ছন্দময়