অবুঝ মন
আজ কি হবে কাল কি হবে
ভাবতাে না যে মন,
নীল আকাশে উড়াল দিবো
এই ছিলো মোর পণ।
ছড়া শিখে গল্প শুনে
রুখে সকল ভয়,
এগিয়ে চলা জীবন যেন
এগুলে হয় জয়।
খুশি মনে ঘুরে ফিরে
চলি সারা ক্ষন,
ফুলের চেয়ে নিষ্পাপ ছিল
আমার অবুঝ মন।
অবুঝ মনে কল্পনাতে
হতাম কতো কী,
মিথ্যে স্বপ্নে ফুল ফুটাতাম
সারা দিন রাত্রী।
ভাবতাে না যে মন,
নীল আকাশে উড়াল দিবো
এই ছিলো মোর পণ।
ছড়া শিখে গল্প শুনে
রুখে সকল ভয়,
এগিয়ে চলা জীবন যেন
এগুলে হয় জয়।
খুশি মনে ঘুরে ফিরে
চলি সারা ক্ষন,
ফুলের চেয়ে নিষ্পাপ ছিল
আমার অবুঝ মন।
অবুঝ মনে কল্পনাতে
হতাম কতো কী,
মিথ্যে স্বপ্নে ফুল ফুটাতাম
সারা দিন রাত্রী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ১২/০৬/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ১১/০৬/২০২১অভিভূত হলাম লেখাটা পড়ে, শুভ কামনা রইলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০৬/২০২১তবু স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হয়।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৬/২০২১ভালো
-
Sandip Senapati ১১/০৬/২০২১সত্যিই ভালো লিখেছেন