গাঁয়ের মেঠোপথ
সবুজ শ্যামল গাঁয়ের ছবি
রূপে মধু মাখা,
এমন যেনো শিল্পীর হাতে
তুলি দিয়ে আঁকা।
মাঠের পাশে সোনালী ধান
নাচে হেলে দুলে,
পাখপাখালির কিচিরমিচির
হাওয়া নদীর কূলে।
মিষ্টি মধুর ফুলের গন্ধ
মনটা যে নেয় কেড়ে,
মেঠোপথে ঘুরে ফিরে
উঠছি আমি বেড়ে।
আঁধার হয়ে চারিদিকে
সন্ধ্যা নামে ধীরে,
বলদ-বাছুর সঙ্গে নিয়ে
কৃষক ঘরে ফিরে।
ন্যায় নীতির সুফল আভা
জ্বালি সর্ব বুকে,
আমি হলাম গাঁয়ের ছেলে
থাকি গাঁয়ে সুখে।
রূপে মধু মাখা,
এমন যেনো শিল্পীর হাতে
তুলি দিয়ে আঁকা।
মাঠের পাশে সোনালী ধান
নাচে হেলে দুলে,
পাখপাখালির কিচিরমিচির
হাওয়া নদীর কূলে।
মিষ্টি মধুর ফুলের গন্ধ
মনটা যে নেয় কেড়ে,
মেঠোপথে ঘুরে ফিরে
উঠছি আমি বেড়ে।
আঁধার হয়ে চারিদিকে
সন্ধ্যা নামে ধীরে,
বলদ-বাছুর সঙ্গে নিয়ে
কৃষক ঘরে ফিরে।
ন্যায় নীতির সুফল আভা
জ্বালি সর্ব বুকে,
আমি হলাম গাঁয়ের ছেলে
থাকি গাঁয়ে সুখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২১
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৬/২০২১মোহনীয়।
-
খায়রুল আহসান ১০/০৬/২০২১সুখী 'গাঁয়ের ছেলে'র সুখমাখা কবিতাটি ভাল লেগেছে।
-
আরিফ আহমেদ খান ১০/০৬/২০২১অসাধারণ হয়েছে
-
মোঃ বুলবুল হোসেন ১০/০৬/২০২১অপূর্ব
কোথায় গেলে?
সুন্দর অনুভূতির জন্য ধন্যবাদ।