www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্লগে কিভাবে ছবি যুক্ত করবেন



আসসালামু আলাইকুম, আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ব্লগে ছবি যুক্ত করতে হয়। ব্যাপারটা আমিও কঠিন ভাবতাম আর ইডিট অপশনে ছবি এড করার কোন অপশন ছিল না বলে চিন্তিত ছিলাম। তারপর ট্যাগ ইউজ করে আমি ব্যাপারটা করতে পেরেছি।

কার্যপদ্ধতিঃ
যেভাবে ছবি এড করবেন, প্রথমে ইমেজের ফ্রাস্ট ট্যাগ ইউজ করবেন এইভাবে [ইমেজ].

তারপর আপনি যে ছবিটা এড করবেন,ফেসবুক আপ দিয়ে only me করে রাখতে পারেন,না চাইলেও প্রবলেম নেই। অথবা টুইটার, অন্য কোন সোসাল মিডিয়া তে আপ দিয়ে রাখবেন। ব্রাউজার দিয়ে ওপেন করে copy img url অথবা copy img link এ ক্লিক করবেন।

তারপর সেটা ফ্রাস্ট ইমেজ ট্যাগের পর ইউজ করবেন।

ফাইনালি ইন্ডিংং ট্যাগ ইউজ করবেন জাস্ট একটা স্লাস দিবেন আগে,
এইভাবে [/ইমেজ].

Example:

[ইমেজ] paste img url [/ইমেজ]

শুনেন,ইমেজ ওয়ার্ডটা ইংরেজিতে লিখবেন.. আমি লিখলে এক্টা অসামঞ্জতা সৃষ্টি হচ্ছে,তাই লিখতে পারি নি।


তারপর দেখবেন,আপনার ইমেজটি এমন সুন্দরভাবে ফুটে উঠেছে।

বিদ্রঃ অনেকসময় img url নিয়ে একটু ঝামেলা হয়। একের অধিক ইমেজ আপলোড করার ক্ষেত্রে যদি ঝামেলা হয়,তাহলে প্রথমে যেই ট্যাগটুকু ইউজ করেছিলেন,সেটা কপি করে এনে লিংকটা চেঞ্জ করবেন।

ধন্যবাদ সবাইকে।
বিষয়শ্রেণী: ফটোব্লগ
ব্লগটি ৪৯৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast