দাবী
দাবী
মোঃ অালমগীর হোসেন
তোমার অার কত জীবন চাই পাপিষ্ঠা মা
একাত্তুরে দিয়েছি অসংখ্য তাজা পাণ
বেদনায় ঝরবে তোমার চোখে অশ্রু
সেথায় গাও তুমি রক্ত নেশর গান।
অার কত লাশ কত পূজা দিলে
মিটবে তোমার পিপাসা
অংক কষে নির্দিদায় বলো
যাতে বারবার না জাগে নেশা।
অাজোতো শুকায়নি সেই একাত্তুরের ঘা
বেনোটের খুচায় খুচায় ক্ষত বিক্ষত দেহ
পনেরোতে কেন করলে অাবার
ঘুমন্ত নিশষ্পাপ শিশু দাহ
অামি বিশ্বাস করি না তুমি বীরঙ্গনা
বিশ্বাস করি না মমতাময়ী
দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করে
তুমি হতে চাও দুরন্ত দুর্বার বিজয়ী।
জ্বালাও পোড়াও ভাংচুর করো
বলো এই তোমার অধিকার
অগ্নিদগ্ধ করে মানুষ হতা
এ কেমন রাজনীতি তোমার।
তোমার লুন্ঠিত ইজ্জ্বতে অর্জিত
মুজিবের এই বাংলায়
অাবার কেন তুমি পাকহানাদার
নরখাদক তৃষ্ণায়
তুমিতো এক পুত্র হারা মা
জানো পুত্রের শোক
অামিওতো কোন মায়ের ছেলে
শূন্য করছো কেন তার বুক।
ভোর হতেই হায়েনার মত পেট্রোল বোমায়
ছিন্নভিন্ন শিরশত লাশ
দোহাই মাগো অামায় বাচতে দাও
বন্ধ করো অবরোধ সন্ত্রাস।
মোঃ অালমগীর হোসেন
তোমার অার কত জীবন চাই পাপিষ্ঠা মা
একাত্তুরে দিয়েছি অসংখ্য তাজা পাণ
বেদনায় ঝরবে তোমার চোখে অশ্রু
সেথায় গাও তুমি রক্ত নেশর গান।
অার কত লাশ কত পূজা দিলে
মিটবে তোমার পিপাসা
অংক কষে নির্দিদায় বলো
যাতে বারবার না জাগে নেশা।
অাজোতো শুকায়নি সেই একাত্তুরের ঘা
বেনোটের খুচায় খুচায় ক্ষত বিক্ষত দেহ
পনেরোতে কেন করলে অাবার
ঘুমন্ত নিশষ্পাপ শিশু দাহ
অামি বিশ্বাস করি না তুমি বীরঙ্গনা
বিশ্বাস করি না মমতাময়ী
দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করে
তুমি হতে চাও দুরন্ত দুর্বার বিজয়ী।
জ্বালাও পোড়াও ভাংচুর করো
বলো এই তোমার অধিকার
অগ্নিদগ্ধ করে মানুষ হতা
এ কেমন রাজনীতি তোমার।
তোমার লুন্ঠিত ইজ্জ্বতে অর্জিত
মুজিবের এই বাংলায়
অাবার কেন তুমি পাকহানাদার
নরখাদক তৃষ্ণায়
তুমিতো এক পুত্র হারা মা
জানো পুত্রের শোক
অামিওতো কোন মায়ের ছেলে
শূন্য করছো কেন তার বুক।
ভোর হতেই হায়েনার মত পেট্রোল বোমায়
ছিন্নভিন্ন শিরশত লাশ
দোহাই মাগো অামায় বাচতে দাও
বন্ধ করো অবরোধ সন্ত্রাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আদনান আদি ১৯/০২/২০১৫ভালো লাগল
-
ফিরোজ মানিক ১৮/০২/২০১৫অনেক ভাল লাগলো। ধন্যবাদ কবি সুন্দর লেখার জন্য।
-
স্বপন রোজারিও(১) ১৭/০২/২০১৫বর্তমান বাস্তবতারই প্রতিচ্ছবি।
-
জহির রহমান ১৭/০২/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫darun lekha @
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫সবাইকেই সমান ভাবে এগিয়ে আসতে হবে।