মৃত্যুর রং
একদিন ঘুম ভেঙ্গে দেখি
তুমি পাশে নেই,
হারিয়ে গিয়েছ
ছুটে চলা মানুষের ভিড়ে।
তারপর অনেক বসন্ত,
অনেক ফাগুন এসেছে দ্বারে।
ফিরে গেছে অনেক উল্লসিত টিয়ার ঝাক।
অনেক দূর থেকে হয়তো তুমিও শুনেছ;
সেই বসন্তের কোকিলের মোহময়ী সুর
শুধু আমার কানে বাঝেনি।
এখনও ভাবি সেদিনের কথা,
চোখ ঝাপসা হয়ে আসে।
একসময় ভাবনারা থমকে দাড়ায়,
মৃত্যুর সাদাকালো রং চোখে ভাসে।
২৮ ডিসেম্বর
রাত ২.২৫ মিনিট।
তুমি পাশে নেই,
হারিয়ে গিয়েছ
ছুটে চলা মানুষের ভিড়ে।
তারপর অনেক বসন্ত,
অনেক ফাগুন এসেছে দ্বারে।
ফিরে গেছে অনেক উল্লসিত টিয়ার ঝাক।
অনেক দূর থেকে হয়তো তুমিও শুনেছ;
সেই বসন্তের কোকিলের মোহময়ী সুর
শুধু আমার কানে বাঝেনি।
এখনও ভাবি সেদিনের কথা,
চোখ ঝাপসা হয়ে আসে।
একসময় ভাবনারা থমকে দাড়ায়,
মৃত্যুর সাদাকালো রং চোখে ভাসে।
২৮ ডিসেম্বর
রাত ২.২৫ মিনিট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ১০/০১/২০১৬দারুণ লেখা||| শুভ কামনা!
-
মাহাবুব ০১/০১/২০১৬সুন্দর, ভালো লাগলো।
-
মোহাম্মদ আয়নাল হক ৩১/১২/২০১৫অনেক ভালো লাগলো
-
শান্তনু মণ্ডল ৩১/১২/২০১৫সুন্দর
-
জে এস সাব্বির ২৯/১২/২০১৫এভাবেই লিখতে থাকুন ।যতলিখবেন ততই উন্নতি হবে ।শুভকামনা রইলো ।
-
মোঃ নাজমুল হাসান ২৯/১২/২০১৫অসাধারণ...
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৯/১২/২০১৫পাঠকদের মতামত আমার কবিতা লেখার উৎসাহ।