শোষিতের হাতিয়ার
এ এক ঘুর্ণিবেগে চলা দানবের গল্প
বারবার আঘাত হানে অত্যাচারীর বনে
শাসিতের দ্বারে আসে ভীমরুল হয়ে
মশার মতো গুণগুণিয়ে ঘুম ভাঙায় শত্রুর
এ এক খুনি
বারবার নেচে উঠে
খোচার পর খোচাখুচি করে
হিমালয়ের শীর্ষে দাড়িয়ে
চিৎকার করে জানান দিয়ে যায়
শোষিতের আর্তনাদ।
আবার থেমে যায়
কখনো বন্দি হয় নিয়মের ফ্রেমে
লোহার শিকল ভেঙ্গে ফিরে আসে
ফিরে আসে ভোরের সাদা কাগজের মাঝে
কখনো নজরুলের বিদ্রোহীরুপে
ফিরে আসে ম্যাগাজিনের এক কোণায়
অনেক ভয়, সংশয় কাটিয়ে আবার জাগিয়ে তোলে
সাধারণ জনতাকে,
ভীড় ঠেলে তাদের মাঝে ঢুকে
শ্লোগান দেয় মানবতার মুক্তির।
বারবার আঘাত হানে অত্যাচারীর বনে
শাসিতের দ্বারে আসে ভীমরুল হয়ে
মশার মতো গুণগুণিয়ে ঘুম ভাঙায় শত্রুর
এ এক খুনি
বারবার নেচে উঠে
খোচার পর খোচাখুচি করে
হিমালয়ের শীর্ষে দাড়িয়ে
চিৎকার করে জানান দিয়ে যায়
শোষিতের আর্তনাদ।
আবার থেমে যায়
কখনো বন্দি হয় নিয়মের ফ্রেমে
লোহার শিকল ভেঙ্গে ফিরে আসে
ফিরে আসে ভোরের সাদা কাগজের মাঝে
কখনো নজরুলের বিদ্রোহীরুপে
ফিরে আসে ম্যাগাজিনের এক কোণায়
অনেক ভয়, সংশয় কাটিয়ে আবার জাগিয়ে তোলে
সাধারণ জনতাকে,
ভীড় ঠেলে তাদের মাঝে ঢুকে
শ্লোগান দেয় মানবতার মুক্তির।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জে এস সাব্বির ২৯/১২/২০১৫খুব ভাল লাগল আপনার শৈলী ।
-
নির্ঝর ২৮/১২/২০১৫সুন্দর
-
দেবব্রত সান্যাল ২৮/১২/২০১৫ভাবনা আমার কাছে স্পষ্ট নয়। বিচার পাঠক করবেন।