তুমি ছিলে
তুমি ছিলে, রাতগুলো ছিল মধুময়,
তুমি ছাড়া, দিন শেষে বুকে বাড়ে ভয়।
তুমি ছিলে, অবসরে পাশাপাশি হাঁটা,
তুমি ছাড়া, একা আমি খুব সাদামাটা।
তুমি ছিলে, জানালায় চাঁদ দিত উঁকি,
তুমি ছাড়া, আঁধারে জল ছবি আঁকি।
তুমি ছিলে, কত কথা ফুলঝুড়ি ফোটে,
তুমি ছাড়া, চুপচাপ কথা নাই মোটে।
তুমি ছিলে, বর্ষায় ভিজে ফেরা বাড়ী,
তুমি ছাড়া, ছাতা মেলি খুব তারাতারি।
তুমি ছিলে বেলা শেষে দেখা হতো পাখি,
তুমি ছাড়া, বলাকারা দলছুট না-কি।
তুমি ছিলে, জোনাকির মনোরম আলো,
তুমি ছাড়া, পথ ভোলা নীল পাখিগুলো।
তুমি ছিলে, বাসন্তি কোকিলের গান,
তুমি ছাড়া, নিরিবিলি জমা অভিমান।
তুমি ছাড়া, দিন শেষে বুকে বাড়ে ভয়।
তুমি ছিলে, অবসরে পাশাপাশি হাঁটা,
তুমি ছাড়া, একা আমি খুব সাদামাটা।
তুমি ছিলে, জানালায় চাঁদ দিত উঁকি,
তুমি ছাড়া, আঁধারে জল ছবি আঁকি।
তুমি ছিলে, কত কথা ফুলঝুড়ি ফোটে,
তুমি ছাড়া, চুপচাপ কথা নাই মোটে।
তুমি ছিলে, বর্ষায় ভিজে ফেরা বাড়ী,
তুমি ছাড়া, ছাতা মেলি খুব তারাতারি।
তুমি ছিলে বেলা শেষে দেখা হতো পাখি,
তুমি ছাড়া, বলাকারা দলছুট না-কি।
তুমি ছিলে, জোনাকির মনোরম আলো,
তুমি ছাড়া, পথ ভোলা নীল পাখিগুলো।
তুমি ছিলে, বাসন্তি কোকিলের গান,
তুমি ছাড়া, নিরিবিলি জমা অভিমান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ১৬/০৪/২০১৫
-
পিয়ালী দত্ত ০৯/০৪/২০১৫ভাল লাগল
-
সবুজ আহমেদ কক্স ০৯/০৪/২০১৫অনেক বার পড়া হলো
মুগ্ধকর লিখনী
শুভ কামনা রইল -
রক্তিম ০৯/০৪/২০১৫সুন্দর লেগেছে।
-
সাইদুর রহমান ০৮/০৪/২০১৫বাহ খুব সুন্দর তো !
অনেক শুভেচ্ছা। -
সবুজ আহমেদ কক্স ০৮/০৪/২০১৫খুব সুন্দর ছন্দতা বেশ মিষ্টি
চমৎকার ভাবনা
শুভ কামনা রইল
শুভ বিকাল -
স্বপন রোজারিও(১) ০৭/০৪/২০১৫মনের মানুষ কাছে থাকলে সবকিছু ভাল লাগে।
-
সাইদুর রহমান ০৭/০৪/২০১৫অস্বাভিক সুন্দর মনের অভিব্যক্তি কবি বন্ধু, চালিয়ে যা০.
Valo laglo kobi