“নীল জোছনা”
তোমার ঝিলিকে মোহিত হয়েছি
খুঁজিনি আড়ালে ছায়া,
অহর নিশি ব্যকুল হয়েছি
হৃদয় ভরা মায়া।
ভরাট গালে চাঁদের হাসিতে
খুঁজিনি কোন ছল,
সুনীল গগণে মেঘ জমে
যেন বৃষ্টি ছল ছল।
পৌষের সন্ধ্যে, পুকুর পাড়ের
সানবাঁধা ঘাটে বসি,
জানিনে কখন, বয়ে গেছে বেলা
গহীন নিশীথের শশী।
দক্ষিণা সমীরণ থেকে থেকে বহে
তেপান্তরের শুর,
আমার হৃদয়ের নীল জোছনার
বসতি কত দূর।
দু-হাত ধরে চুপি সরে তুমি
বলেছিলে কানে কানে
তোমার মেঝেতে বুড়ো হতে চাই
এতটুকু সাদ মনে।
বৃষ্টি বিলাসে আজও আঁকে মন
পুনানের কত ছবি,
খন্ড স্মৃতির রেশ বুনে যায়
নীল জোছনার কবি
খুঁজিনি আড়ালে ছায়া,
অহর নিশি ব্যকুল হয়েছি
হৃদয় ভরা মায়া।
ভরাট গালে চাঁদের হাসিতে
খুঁজিনি কোন ছল,
সুনীল গগণে মেঘ জমে
যেন বৃষ্টি ছল ছল।
পৌষের সন্ধ্যে, পুকুর পাড়ের
সানবাঁধা ঘাটে বসি,
জানিনে কখন, বয়ে গেছে বেলা
গহীন নিশীথের শশী।
দক্ষিণা সমীরণ থেকে থেকে বহে
তেপান্তরের শুর,
আমার হৃদয়ের নীল জোছনার
বসতি কত দূর।
দু-হাত ধরে চুপি সরে তুমি
বলেছিলে কানে কানে
তোমার মেঝেতে বুড়ো হতে চাই
এতটুকু সাদ মনে।
বৃষ্টি বিলাসে আজও আঁকে মন
পুনানের কত ছবি,
খন্ড স্মৃতির রেশ বুনে যায়
নীল জোছনার কবি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫নীল জোছনা আমার খুব পছন্দ।
-
ফারুক নুর ০৩/০৪/২০১৫বা্হ সুন্দর তো !