আমায় শুধু ডাকে
যেইখানেতে একটা নদী
সবুজ ক্ষেতের বাঁকে,
সাঝের বেলা ঝোপের ধারে
ডাহুক ছানা ডাকে।
যেখানেতে দুপুর রোদে
শ্যামল তরুর ছায়া,
ছাগলছানার কঁচি মুখে
মন ভরানো মায়া।
যেই ঘাটেতে পাড়ার শিশুর
ডুবা-ডুবি খেলা,
নতুন পানির সরস বানে,
কলা পাতার ভেলা।
যেখানটাতে ঝিঁ ঝিঁ পোকা
সুরে-সুরে ডাকে,
কাঠবিড়ালীর দুরন্ত চোখ
পেয়ারা ডালের ফাকে।
যেইখানেতে দরজা খুলে
মায়ের বসে থাকা,
সবুজ-সরু মেঠো পথটি
ভীষণ আকাঁ-বাঁকা।
সেইখানেতে একটি গ্রাম
আমায় শুধু ডাকে,
সূর্য্যি যখন শেষ বিকেলে
গোধূলীর রঙ মাখে।
সবুজ ক্ষেতের বাঁকে,
সাঝের বেলা ঝোপের ধারে
ডাহুক ছানা ডাকে।
যেখানেতে দুপুর রোদে
শ্যামল তরুর ছায়া,
ছাগলছানার কঁচি মুখে
মন ভরানো মায়া।
যেই ঘাটেতে পাড়ার শিশুর
ডুবা-ডুবি খেলা,
নতুন পানির সরস বানে,
কলা পাতার ভেলা।
যেখানটাতে ঝিঁ ঝিঁ পোকা
সুরে-সুরে ডাকে,
কাঠবিড়ালীর দুরন্ত চোখ
পেয়ারা ডালের ফাকে।
যেইখানেতে দরজা খুলে
মায়ের বসে থাকা,
সবুজ-সরু মেঠো পথটি
ভীষণ আকাঁ-বাঁকা।
সেইখানেতে একটি গ্রাম
আমায় শুধু ডাকে,
সূর্য্যি যখন শেষ বিকেলে
গোধূলীর রঙ মাখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫দারুন কবিতা। অনেক ভালো লাগলো।
-
সাইদুর রহমান ৩০/০৩/২০১৫বাহ চমৎকার।
শুভ কামনা সতত। -
অ ২৮/০৩/২০১৫সুন্দর ছান্দিক ।
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৬/০৩/২০১৫চমৎকার লেখা। অনেক ভাল লেগেছে।ছন্দে ছন্দে দারুন কবিতা।
-
জাফর পাঠান ২৫/০৩/২০১৫চমৎকার ছন্দরসে ও শব্দচয়নে বেশ সম্মৃদ্ধ হয়েছে ছড়াটি । ভালো লাগলো বেশ, কবিতাটি পাঠকমহলে অবশ্যই ভিত্তি পাবে একদিন। ভালো থাকুন এবং লিখে যান এভাবেই ছন্দে ছন্দে ।।। ভালো থাকুন সতত।
-
পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫সুন্দর
-
শম্পা ২৪/০৩/২০১৫ভীষণ সুন্দর লিখেছেন।
-
মো ফয়সাল রহমান ২৪/০৩/২০১৫Nice
-
স্বপন রোজারিও(১) ২৪/০৩/২০১৫মনমুগ্ধকর।