www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় শুধু ডাকে

যেইখানেতে একটা নদী
সবুজ ক্ষেতের বাঁকে,
সাঝের বেলা ঝোপের ধারে
ডাহুক ছানা ডাকে।

যেখানেতে দুপুর রোদে
শ্যামল তরুর ছায়া,
ছাগলছানার কঁচি মুখে
মন ভরানো মায়া।

যেই ঘাটেতে পাড়ার শিশুর
ডুবা-ডুবি খেলা,
নতুন পানির সরস বানে,
কলা পাতার ভেলা।

যেখানটাতে ঝিঁ ঝিঁ পোকা
সুরে-সুরে ডাকে,
কাঠবিড়ালীর দুরন্ত চোখ
পেয়ারা ডালের ফাকে।

যেইখানেতে দরজা খুলে
মায়ের বসে থাকা,
সবুজ-সরু মেঠো  পথটি
ভীষণ আকাঁ-বাঁকা।

সেইখানেতে একটি গ্রাম
আমায় শুধু ডাকে,
সূর্য্যি যখন শেষ বিকেলে
গোধূলীর রঙ মাখে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন কবিতা। অনেক ভালো লাগলো।
    • আপনি আমার এতগুলো লেখা পড়েছেন এবং উৎসাহব্যঞ্জক অনেক মন্তব্য করেছে এজন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
  • সাইদুর রহমান ৩০/০৩/২০১৫
    বাহ চমৎকার।
    শুভ কামনা সতত।
  • ২৮/০৩/২০১৫
    সুন্দর ছান্দিক ।
  • চমৎকার লেখা। অনেক ভাল লেগেছে।ছন্দে ছন্দে দারুন কবিতা।
  • জাফর পাঠান ২৫/০৩/২০১৫
    চমৎকার ছন্দরসে ও শব্দচয়নে বেশ সম্মৃদ্ধ হয়েছে ছড়াটি । ভালো লাগলো বেশ, কবিতাটি পাঠকমহলে অবশ্যই ভিত্তি পাবে একদিন। ভালো থাকুন এবং লিখে যান এভাবেই ছন্দে ছন্দে ।।। ভালো থাকুন সতত।
  • পিয়ালী দত্ত ২৪/০৩/২০১৫
    সুন্দর
  • শম্পা ২৪/০৩/২০১৫
    ভীষণ সুন্দর লিখেছেন।
  • মো ফয়সাল রহমান ২৪/০৩/২০১৫
    Nice
  • মনমুগ্ধকর।
 
Quantcast