www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

“পথশিশু রাসু”

কাঁধে জোলা, মুখে কালি, এই যে ছেলে রাসু,
কোন মায়ের তুই যাদুমনি একটি টোকাই শিশু।
পথের ধারে ঘুমাস কেনে, কোথায় মায়ের কোল,
ফেলফেলিয়ে দেখছিস কি রে, কোথায় মুখের বোল।
শিতল পাটি, নরম খাটি, নেই কি রে তোর মনে,
কেমন করে রাতটা কাটাস বরষা বাদল দিনে।
কঁচি মুখে ভয় কেন আজ, কোথায় চপল হাসি,
দিকবিদিগে হয় কি ছোটা, রঙিন বেলুন, বাঁশি।

কোথায় গো তোর ঘর রে বাছা! কোথায় মায়ের আঁচল,
অমন ডাগর চোখের কোনে কে পরায় তোর কাজল।
মরছো পুড়ে জ্বরের তাপে, কোথায় মাথার ছাঁয়া,
কেউ দাঁড়াবে থমকে পাশে, কার আছে সে মায়া।
চুলগুলো তোর রুক্ষ দারুন, হাড়গুলো যায় গোনা,
এক কাপড়ে গোসল ছাড়া, নাই কত দিন জানা।
ছয় বেলা এই যাচ্ছে কেটে, তাও জোটেনি পেটে,
আয় খাওয়াব, আমার সাথে একটু গেলে হেঁটে।
ভাত খাবি না, মাছ খাবি না, খাবি তবে কি,
সরষে ইলিস, রূপচঁদা, রুই, দদি, মাখন, ঘি।
চাসনে কিছু অনেক খানা, সামনে আছে রাখা,
এমন কি আর খুব প্রয়োজন, নিতিস কুড়ি টাকা।

“গলাব্দি খেলেও জানি লাগবে ক্ষুধা ফের,
কুড়ি টাকার অল্প নেশায় বেহুশ থাকব ঢের।”

সারা পথে ওর কথাটাই খেলছে মাথায় ভারী,
সমাজপতি দেশে কত বাবু অধিকারী।
ছোট্ট মনের ছোট্ট প্রশ্ন আছে কি কার জানা,
দুই বেলা হোক, তবু রুচুক ওদের রোজই খানা।
কিসের তরে রাজ্য, রাজা, কিসের তরে দেশ,
আগামীর দিন পথের পরে হয় যদি গো শেষ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্যি আপনার লেখার প্রশংসা করতে হয়।
  • সায়েম খান ২৪/০৩/২০১৫
    অসাধারণ লেখনী।
  • পরিতোষ ভৌমিক ২০/০৩/২০১৫
    সমাজ সচেতন মূলক লেখায় মুগ্ধ হলাম আর অন্তমিলে আবিষ্ট হলাম ।
  • পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫
    দারুন
    • প্রিয় বন্ধু,
      তুমি আমার পাতায় এসে ছোট্ট করে সুন্দর একটি মন্তব্য করেছে তাতেই আমি বেশ খুশি। আমি জানি তোমার হাতে সময়ের খুবই স্বল্পতা তাই আমার কবিতা পড়ে তুমি তোমার মনের সব টুকু আবেগ প্রকাশ করতে পারনি। তাতে তোমার অনেক মন খারাপ। আর তোমার এমন ছোট্ট মন্তব্য দেখে আমি কি ভাবব এ নিয়ে না-কি ইদানিং সব সময় তোমার মন খুঁত খুঁত করে।
      দেখ দিকি আমার বোকা বন্ধুর কাণ্ড! এই দেখ আমি কিছ্ছু মনে করিনি। আজ তোমার সময় হয়নি তো কি হয়েছে, আগামী কোন একদিন নিশ্চই সময় করে আমার কবিতা পড়বে। ভাল থেক। আর মন খারাপ কর না কেমন। ঠাম্মাকে আমার নমস্কার দিও। ছোট্ট দিদিকে আদর দিও। আর অন্য সবার জন্য এক ট্রাক ভালবাসা পাঠিয়ে দিলাম। দেখ, ভাগাভাগির সময় তুমি উপস্থিত থাকবে তা না হলে আবার হট্টোগোল বেধেঁ যাবে। ইতি
      আবার সেই সময়ের স্বল্পতা!
  • জাফর পাঠান ১৫/০৩/২০১৫
    চমৎকার আবেগময়ী লেখা, সাথে ছন্দকেও পেলাম । বেশ ভালো লাগলো কবিতাটি । ভালো থাকুন নিরন্তর ।
    • তোমার অমন সুন্দর মন্তব্যে
      আমি দারুণ রকম উৎসাহিত,
      ভাল থাক সবসময় থেক তুিম সুস্থ
      অফুরান্ত সুখ যেন থাকে হৃদে বিধিত।
  • পথশিশুদের নিয়ে আসাধারণ কবিতা।
  • কবিতাটি অসাধারণ লাগল। ধন্যবাদ কবি।
  • সবুজ আহমেদ কক্স ১৫/০৩/২০১৫
    বেশ ভালো
  • আল-আমিন মোড়ল ১৫/০৩/২০১৫
    দারুন হয়েছে।
  • অসাধারণ একটি কবিতা।
 
Quantcast