মনের কথা
সব কথাটি যায় হাড়িয়ে-
আসলে তুমি কাছে,
তুমি গেলে মনের কথা
আবার বুকে নাচে।
তোমার ওসব চাপা হাসি
লাজে আমি সাড়া,
কি জানি কি বলতে হৃদয়
ব্যাকুল পাগল পাড়া।
তোমার চোখে রাখতে দু’চোখ
আমি লাজুক লতা,
কেমনে নাচাও মিটি মিটি,
ডাগর চোখের পাতা?
সব কথাটি জান, তবে-
কেন বোঝনা কিছু,
কেন আমার কাঁচা মনটি
ছুটছে তোমার পিছু।
কেন তোমার পোষা বিড়াল
আমার লাগে ভাল,
কেন আমি ছাদে বেড়াই,
জ্বালাই মুমের আলো।
আমার কথা শুনে হাসে
তোমার তোমার পোষা পাখি,
সন্ধ্যা রাতে জালনা খুলে
কেন চেয়ে থাকি।
আসলে তুমি কাছে,
তুমি গেলে মনের কথা
আবার বুকে নাচে।
তোমার ওসব চাপা হাসি
লাজে আমি সাড়া,
কি জানি কি বলতে হৃদয়
ব্যাকুল পাগল পাড়া।
তোমার চোখে রাখতে দু’চোখ
আমি লাজুক লতা,
কেমনে নাচাও মিটি মিটি,
ডাগর চোখের পাতা?
সব কথাটি জান, তবে-
কেন বোঝনা কিছু,
কেন আমার কাঁচা মনটি
ছুটছে তোমার পিছু।
কেন তোমার পোষা বিড়াল
আমার লাগে ভাল,
কেন আমি ছাদে বেড়াই,
জ্বালাই মুমের আলো।
আমার কথা শুনে হাসে
তোমার তোমার পোষা পাখি,
সন্ধ্যা রাতে জালনা খুলে
কেন চেয়ে থাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫বেশ রোমান্টিক।
-
এম. আশিকুর রহমান ১০/০৩/২০১৫বেশ লিখনী।
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫ভাল
-
অ ০৪/০৩/২০১৫ভালো ...
-
জাফর পাঠান ০৪/০৩/২০১৫চমৎকার লাগলো ছন্দময় ছড়াটি । তবে শেষ লাইন থেকে উপরে তৃতীয় লাইন থেকে মনে হয় - ‘তোমার’ দুটি শব্দ থেকে একটি বাদ যাবে । ভালো থাকুন সতত।