লোকাল বাস
দেবেন একটু মোচড়,
ভেঙ্গে যাচ্ছে পাজর।
সিট খালি কই আছে,
ঠেলে যাচ্ছেন পিছে।
হাতটা একটু নামান,
বোগলের ঘাম থামান।
মারে! মা, যাচ্ছি মারা!
পায়ে পরেছে ভীষন পারা।
আজ দশ কেন বেশি?
প্রতিদিন-ই তো আসি।
দরজা জালনা ভাংঙ্গা,
ভাড়ার জন্য পাংঙ্গ।
মিঞা ভই হেলপার,
খেতে কি চাও মাইর?
কর কেন ডাকাডাকি,
কোথা আছে সীট বাকী।
চুল পাকা দাদু ভাই-
তোমার এখন বয়স নাই,
দাদি কি আজ বলে নাই?
প্রতিদিন-ই ভুলে যাও-
ভরা বাসে ঝুলে যাও,
ফসকে যদি পরে যাও?
গরমেও জর জর,
নেয়ে দেয়ে একাকার।
পা দুটো ফুলে ব্যাথা,
ঝিম ঝিম পুরো মাথা।
যেথা সেথা থেমে যায়,
কেউ যদি নেমে যায়।
চায় না আর চালাতে,
মন চায় পালাতে।
নেলে বলি, আর উঠবো শাল,
সব ভুলে যাই সকাল বেলা।
এই আমাদের লোকালবাস,
অফিস যাত্রার হয়না শেষ।
ভেঙ্গে যাচ্ছে পাজর।
সিট খালি কই আছে,
ঠেলে যাচ্ছেন পিছে।
হাতটা একটু নামান,
বোগলের ঘাম থামান।
মারে! মা, যাচ্ছি মারা!
পায়ে পরেছে ভীষন পারা।
আজ দশ কেন বেশি?
প্রতিদিন-ই তো আসি।
দরজা জালনা ভাংঙ্গা,
ভাড়ার জন্য পাংঙ্গ।
মিঞা ভই হেলপার,
খেতে কি চাও মাইর?
কর কেন ডাকাডাকি,
কোথা আছে সীট বাকী।
চুল পাকা দাদু ভাই-
তোমার এখন বয়স নাই,
দাদি কি আজ বলে নাই?
প্রতিদিন-ই ভুলে যাও-
ভরা বাসে ঝুলে যাও,
ফসকে যদি পরে যাও?
গরমেও জর জর,
নেয়ে দেয়ে একাকার।
পা দুটো ফুলে ব্যাথা,
ঝিম ঝিম পুরো মাথা।
যেথা সেথা থেমে যায়,
কেউ যদি নেমে যায়।
চায় না আর চালাতে,
মন চায় পালাতে।
নেলে বলি, আর উঠবো শাল,
সব ভুলে যাই সকাল বেলা।
এই আমাদের লোকালবাস,
অফিস যাত্রার হয়না শেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ১৫/০৩/২০১৫বেশ মজার একটি কবিতা। কিন্তু বাস্তবতা
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫নাইস লিখা
-
হাসান কামরুল ০২/০৩/২০১৫দারুণ দারুণ দারুণ।
-
ফিরোজ মানিক ০২/০৩/২০১৫হাহাহা দারুণ মজার কবিতা। তবে বাস্তবতা এটাই।