www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্য

আমরা নবীন, আমরা কঁচি
আমরা ভীষণ দূরন্ত,
মুক্ত নভে, ডানা মেলা,
পাখির জাক এক উরন্ত।

আমরা গেলাপ, আমরা কলি
হাজার ডালে ফুটন্ত,
দস্যি মোরা, বাঁধন হারা,
ঝড়ের বেগে ছুটন্ত।

আমরা আলো, ঝর্ণাধারা-
মুক্ত প্রাণের হাসিতে,
মোদের বলা হাজার কথা-
রাখাল ভাইয়ের বাঁশিতে।

আমরা বাজি সুরের লহর
হাজার বীনার ধ্বনিতে,
আমরা রাঙ্গি অরুণ আলোয়
দীপ্ত তেজে শানিতে।

আমরা নদীর কলকলানী
আমরা হাজার ঢেউয়েতে,
আমরা চলি পায়ে পায়ে-
শৃঙ্খলতার ভেদীতে।

আমরা কাঁচা, আমরা তরুণ,
মুক্ত মোরা বিহঙ্গ,
কিসে বাঁধা পাহার নদী,
গহীন অরণ, সুড়ঙ্গ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ০১/০৩/২০১৫
    আপনার মোবাইল নাম্বার সহ ঠিকানাটি জানানোর অনুরোধ করছি।
    • মোঃ সাইফুল ইসলাম
      প্রযন্তে,
      দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র(ডিএসকে),
      জাহাঙ্গীর ভিলা, শহীদ নেয়ামত সড়ক,
      জয়দেবপুর,গাজীপুর সদর। গাজীপুর।
      সেল নং ০১৭৪৫-৬৫১২১২
      • জহির রহমান ০২/০৩/২০১৫
        Thanks
  • ১৮/০২/২০১৫
    সুন্দর লেখা ।
  • ফিরোজ মানিক ১৮/০২/২০১৫
    দারুণ অন্তমিল। চমৎকার লেখার ভাষা, পড়ে মুগ্ধ হলাম কবি।
  • সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫
    anek bar pora holo @@@ darun lekha @@
  • জহির রহমান ১৮/০২/২০১৫
    আপনার অনুমতি পেলে এটি আমি আমার সাহিত্য ম্যাগাজিনে প্রকাশ করতে চাই।
    • আপনার আগ্রহের কথায় আমি সত্যি আনন্দিত। আর আপনার ম্যাগাজিনে প্রকাশ করলে তো আমারও ভাল লাগবে। তবে আপনার ম্যাগাজিন যদি বাংলাদেশী হয় তবে আমার কোন আপত্তি নাই। আর হ্যাঁ। আপনার ম্যাগাজিনটা কোত্থেকে প্রকাশিত হয়? কোথায় পাওয়া যায়? সাপ্তাতিক না মাসিক ? জানালে খুব খুশি হব।
      • জহির রহমান ১৯/০২/২০১৫
        প্রথমত ধন্যবাদ জানাচ্ছি অনুমতি দেওয়ার জন্য। আমার ম্যাগাজিনটি আঞ্চলিক এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত হয়। কিছু জটিলতার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারো প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় “মাসিক কিশোর সাহিত্য”। আপাতত লক্ষ্মীপুর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, তবে আপনার লেখা প্রকাশ হলে অবশ্যই আপনার কপিটি ডাক বা কুরিয়ার যোগে পেয়ে যাবেন- আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন। ধন্যবাদ।
  • জহির রহমান ১৮/০২/২০১৫
    তারুণ্য! একটা শক্তি! বাঁধার পাহাড় ভাঙ্গার অসীম সাহস! প্রতিকূল পরিস্থিতি মাড়িয়ে সফলতার মুকুট অর্জন করা! সমাজকে বদলানো!
    • এমন সুন্দর মন্তব‌্যে আমি অনুপ্ররিত হলাম। শুভেচ্ছা ও প্রীতি জানবেন প্রিয় ব্লগার।
    • জহির রহমান ১৮/০২/২০১৫
      কবিতা এক কথায় ‘চমৎকার’ হয়েছে! শুভ কামনা কবি।
      • শুভেচ্ছা ও প্রীতি জানবেন প্রিয় ব্লগার
  • তারুণ্যের আসল চেহারা।
  • সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫
    asole amra nobin kobi naki bolen @@@
  • অসাধারণ!! কবিতা
  • আল-আমিন মোড়ল ১৭/০২/২০১৫
    দারুন লিখেছে আপনি। অসাধারন হয়েছে আপনার কবিতা। সব সময় এমন সুন্দর লেখলে নতুন রা আপনার কবিতায় মুগ্ধ হয়ে ভাল কবিতা লেখতে অনুপ্রানিত হবে।
    • প্রিয় ব্লগার আমি নিজেও এই ব্লগে নবীন। আমি প্রকৃত পক্ষে কবিতা আসরের লোক। আপনার ভাল লেগেছে জেনে আমার খুব ভাল লাগল। আর হ্যাঁ, আপনার মূল্যবাণ মন্তব‌্যে আমি অনুপ্ররিত হলাম। শুভেচ্ছা ও প্রীতি জানবেন প্রিয় ব্লগার
  • হাসান ইমতি ১৭/০২/২০১৫
    ভালো লাগলো ছান্দিক পরিবেশনা ...
    • হ্যাঁ আপনাকে চিনে ফেলেছি। আর সুন্দর মন্তব‌্যে আমি অনুপ্ররিত হলাম। শুভেচ্ছা ও প্রীতি জানবেন প্রিয় ব্লগার
  • চমৎকার লিখেছেন। অনেক ভালো লাগলো।
    • আপনার মূল্যবাণ মন্তব‌্যে আমি অনুপ্ররিত হলাম। আর বরাবরের মত উৎসাহ নিয়ে পাশে থাকার জন্য শুভেচ্ছা ও প্রীতি জানবেন প্রিয় ব্লগার
 
Quantcast