তারুণ্য
আমরা নবীন, আমরা কঁচি
আমরা ভীষণ দূরন্ত,
মুক্ত নভে, ডানা মেলা,
পাখির জাক এক উরন্ত।
আমরা গেলাপ, আমরা কলি
হাজার ডালে ফুটন্ত,
দস্যি মোরা, বাঁধন হারা,
ঝড়ের বেগে ছুটন্ত।
আমরা আলো, ঝর্ণাধারা-
মুক্ত প্রাণের হাসিতে,
মোদের বলা হাজার কথা-
রাখাল ভাইয়ের বাঁশিতে।
আমরা বাজি সুরের লহর
হাজার বীনার ধ্বনিতে,
আমরা রাঙ্গি অরুণ আলোয়
দীপ্ত তেজে শানিতে।
আমরা নদীর কলকলানী
আমরা হাজার ঢেউয়েতে,
আমরা চলি পায়ে পায়ে-
শৃঙ্খলতার ভেদীতে।
আমরা কাঁচা, আমরা তরুণ,
মুক্ত মোরা বিহঙ্গ,
কিসে বাঁধা পাহার নদী,
গহীন অরণ, সুড়ঙ্গ।
আমরা ভীষণ দূরন্ত,
মুক্ত নভে, ডানা মেলা,
পাখির জাক এক উরন্ত।
আমরা গেলাপ, আমরা কলি
হাজার ডালে ফুটন্ত,
দস্যি মোরা, বাঁধন হারা,
ঝড়ের বেগে ছুটন্ত।
আমরা আলো, ঝর্ণাধারা-
মুক্ত প্রাণের হাসিতে,
মোদের বলা হাজার কথা-
রাখাল ভাইয়ের বাঁশিতে।
আমরা বাজি সুরের লহর
হাজার বীনার ধ্বনিতে,
আমরা রাঙ্গি অরুণ আলোয়
দীপ্ত তেজে শানিতে।
আমরা নদীর কলকলানী
আমরা হাজার ঢেউয়েতে,
আমরা চলি পায়ে পায়ে-
শৃঙ্খলতার ভেদীতে।
আমরা কাঁচা, আমরা তরুণ,
মুক্ত মোরা বিহঙ্গ,
কিসে বাঁধা পাহার নদী,
গহীন অরণ, সুড়ঙ্গ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ০১/০৩/২০১৫আপনার মোবাইল নাম্বার সহ ঠিকানাটি জানানোর অনুরোধ করছি।
-
অ ১৮/০২/২০১৫সুন্দর লেখা ।
-
ফিরোজ মানিক ১৮/০২/২০১৫দারুণ অন্তমিল। চমৎকার লেখার ভাষা, পড়ে মুগ্ধ হলাম কবি।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫anek bar pora holo @@@ darun lekha @@
-
জহির রহমান ১৮/০২/২০১৫আপনার অনুমতি পেলে এটি আমি আমার সাহিত্য ম্যাগাজিনে প্রকাশ করতে চাই।
-
জহির রহমান ১৮/০২/২০১৫তারুণ্য! একটা শক্তি! বাঁধার পাহাড় ভাঙ্গার অসীম সাহস! প্রতিকূল পরিস্থিতি মাড়িয়ে সফলতার মুকুট অর্জন করা! সমাজকে বদলানো!
-
স্বপন রোজারিও(১) ১৭/০২/২০১৫তারুণ্যের আসল চেহারা।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫asole amra nobin kobi naki bolen @@@
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০২/২০১৫অসাধারণ!! কবিতা
-
আল-আমিন মোড়ল ১৭/০২/২০১৫দারুন লিখেছে আপনি। অসাধারন হয়েছে আপনার কবিতা। সব সময় এমন সুন্দর লেখলে নতুন রা আপনার কবিতায় মুগ্ধ হয়ে ভাল কবিতা লেখতে অনুপ্রানিত হবে।
-
হাসান ইমতি ১৭/০২/২০১৫ভালো লাগলো ছান্দিক পরিবেশনা ...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫চমৎকার লিখেছেন। অনেক ভালো লাগলো।