হারিয়ে গেছে সে
বসে আছি দক্ষিনা জানালায়
বাহির থেকে ভেসে আসা বাতাসের আদ্র-ঝাপটা
আমাকে ক্ষনিকের জন্য
ফিরিয়ে নিতে চায়-হারানো অতীতে।
আমি পারিনা,
মনে পড়ে যায় তোমার মায়াবী দু'চোখ
তোমার চাহনী
তোমার লজ্জারাংগা মুখটা আমাকে তন্ময় করে তুলে
আমি হারিয়ে যাই নিজ থেকে।
তোমাকে খুজে বেড়াই আমার হারানো স্মৃতিতে।
যেদিন তুমি একান্ত সংগোপনে
দেখা করতে আমার সাথে
আমি তোমার চোখে চোখ রেখে
খুজতাম তোমার চোখের ভাষা।
মনে হত সেদিন
আমি বুঝি পৃথিবীর সেরা প্রেমিক।
কিন্তু হায় ! একি হলো
আমার ধারনা প্রতারিত করলো আমায়।
হঠাৎ চমকে উঠি
তাকিয়ে দেখি কিছুই না
একটি ছোট নারিকেল পড়েছে টিনের ছালে
মনে হলো আমি অনেক্ষন বসে আছি।
কেন বসে আছি, আমি নিজেও জানিনা
শুধু জানি আমি একজনকে ভালবাসি।
বাহির থেকে ভেসে আসা বাতাসের আদ্র-ঝাপটা
আমাকে ক্ষনিকের জন্য
ফিরিয়ে নিতে চায়-হারানো অতীতে।
আমি পারিনা,
মনে পড়ে যায় তোমার মায়াবী দু'চোখ
তোমার চাহনী
তোমার লজ্জারাংগা মুখটা আমাকে তন্ময় করে তুলে
আমি হারিয়ে যাই নিজ থেকে।
তোমাকে খুজে বেড়াই আমার হারানো স্মৃতিতে।
যেদিন তুমি একান্ত সংগোপনে
দেখা করতে আমার সাথে
আমি তোমার চোখে চোখ রেখে
খুজতাম তোমার চোখের ভাষা।
মনে হত সেদিন
আমি বুঝি পৃথিবীর সেরা প্রেমিক।
কিন্তু হায় ! একি হলো
আমার ধারনা প্রতারিত করলো আমায়।
হঠাৎ চমকে উঠি
তাকিয়ে দেখি কিছুই না
একটি ছোট নারিকেল পড়েছে টিনের ছালে
মনে হলো আমি অনেক্ষন বসে আছি।
কেন বসে আছি, আমি নিজেও জানিনা
শুধু জানি আমি একজনকে ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
kamrul ০৪/০৬/২০১৪she has lost but we dont want to lost you
-
কবি মোঃ ইকবাল ০৪/০৬/২০১৪অনেক ভালো লাগলো কবি।
-
জোছনা ভেজা মন ০৪/০৬/২০১৪বাহ সুন্দর লিখেছেন
-
মোঃ মাহবুব আলম চাঁদ ০৪/০৬/২০১৪চমৎকার লিখেছেন কবি। খুব ভাল লাগলো।