একদিন হঠাৎ
মহামহিম খোদার অপার করুনায়
পৃথিবীতে আগমন মানুষের।
সুন্দর হয়ে উঠে এপৃথিবীর চিত্র
বৈচিত্রময়তায় ভরে উঠে এ ধরা।
কতগুলো সময়ের সম্মিলনে মানুষের জীবন।
জন্মেতে শিশু,কিশোর কয়টা দিন হলে গত
সময়ের ধারাবাহিকতায় একদিন যুবক
একদিন বৃদ্ধ শারিরিক ভারসাম্য হারিয়ে।
তারপর একদিন,
হঠাৎ ডাক আসে...........
থেমে যায় জীবন নামক এ নদীর বয়ে যাওয়া
মৃত্যুর সাথে করতে হয় আলিংগন।
ছিন্ন করতে হয় পৃথিবীর সকল মায়াজাল
পাড়ি জমাতে হয় অপারের অনন্ত জীবনে।
দুদিন আগে কিংবা পরে সবাইকে।
পৃথিবীতে আগমন মানুষের।
সুন্দর হয়ে উঠে এপৃথিবীর চিত্র
বৈচিত্রময়তায় ভরে উঠে এ ধরা।
কতগুলো সময়ের সম্মিলনে মানুষের জীবন।
জন্মেতে শিশু,কিশোর কয়টা দিন হলে গত
সময়ের ধারাবাহিকতায় একদিন যুবক
একদিন বৃদ্ধ শারিরিক ভারসাম্য হারিয়ে।
তারপর একদিন,
হঠাৎ ডাক আসে...........
থেমে যায় জীবন নামক এ নদীর বয়ে যাওয়া
মৃত্যুর সাথে করতে হয় আলিংগন।
ছিন্ন করতে হয় পৃথিবীর সকল মায়াজাল
পাড়ি জমাতে হয় অপারের অনন্ত জীবনে।
দুদিন আগে কিংবা পরে সবাইকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪চমৎকার, আপনার আরো কবিতা চাই।
-
কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪অসাধারন কাব্যিকতায় লিখা। খুব ভালো লাগলো।
-
রুমা চৌধুরী ০৩/০৬/২০১৪ভাল লাগল। শুভেচ্ছা রইল।