সুখ
আমরা মানুষ
মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার
সবার মত আমাদেরও আছে।
তোমরা যারা আজ আমাদের অসহায়ত্ব নিয়ে
উপহাস করছো, তৃপ্তির ঢেকুর তুলছো
একদিন দেখবে আমরাই ভালো আছি
শুধু ভালো নেই তোমরা।
সুখ বলে তোমাদের কিছু থাকবেনা
অর্থ,বাড়ি-গাড়ি তোমাদের থাকতে পারে
হতে পারো তোমরা প্রতীতযশা।
কিন্তু মনের সুখ'ই যে প্রকৃত সুখ
আজ উপলব্দি করতে না পারলেও
সময়ের ব্যবধানে একদিন তা ঠিকই
তোমাদের উপলব্দিতে আসবে।
একটু সুখের আশায় কাতর চোখে তাকাবে
এদিক,সেদিক। খোঁজবে কোন প্রিয়জনকে
আজকের প্রিয়জন হবে সেদিন শুধু স্মৃতি।
মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার
সবার মত আমাদেরও আছে।
তোমরা যারা আজ আমাদের অসহায়ত্ব নিয়ে
উপহাস করছো, তৃপ্তির ঢেকুর তুলছো
একদিন দেখবে আমরাই ভালো আছি
শুধু ভালো নেই তোমরা।
সুখ বলে তোমাদের কিছু থাকবেনা
অর্থ,বাড়ি-গাড়ি তোমাদের থাকতে পারে
হতে পারো তোমরা প্রতীতযশা।
কিন্তু মনের সুখ'ই যে প্রকৃত সুখ
আজ উপলব্দি করতে না পারলেও
সময়ের ব্যবধানে একদিন তা ঠিকই
তোমাদের উপলব্দিতে আসবে।
একটু সুখের আশায় কাতর চোখে তাকাবে
এদিক,সেদিক। খোঁজবে কোন প্রিয়জনকে
আজকের প্রিয়জন হবে সেদিন শুধু স্মৃতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
-
এস ইসলাম ০২/০৬/২০১৪অভিশাপ দিয়ে লাভ নেই। আঘাত করুন। মানুষকে সংগ্রমী হতে উদ্বুদ্ধ করুন। মানুষের মুক্তি একদিন আসবেই।
visit: http://www.prothom-aloblog.com/blog/sfk808 -
জোবাইর চৌধুরী ০২/০৬/২০১৪এই প্রথম অভ্র লেখা ট্রাই করলাম, তাও আপনার লেখায় মন্তব করব বলে। অনেক সুন্দর হয়ে হয়েছে সাইফুল ভাই।
-
শিমুল শুভ্র ০২/০৬/২০১৪এক দম ঠিক আমার কাছে তো বেশ লেগেছে । মুগ্ধতা রেখে গেলাম ।
-
কবি মোঃ ইকবাল ০২/০৬/২০১৪চমৎকার লিখেছেন সাইফুল ভাই।
আমন্ত্রন রইলো।