যে ছবি হৃদয়ে ভেসে বেড়ায়
তোমাকে ভাবতে ভাবতে আমি ক্লান্ত হই
আঁখিযুগল নিস্তেজ হয় বিশ্রামে
কিন্তু আমি পারলাম কই ?
চুপিসারে তুমি ভেসে বেড়াও
হৃদয়ের বিশাল আকাশের ঐ নীলিমায়
উষ্ণ নিশ্বাস ফেল আমার ডান পাজরে
আমি আবার জেগে উঠি ।
ভাবতে থাকি সেই তোমাকে নিয়ে
কল্পনার রংগিন তুলিতে হৃদয়ে আঁকি
নতুন আল্পনা।
তোমার মুখাবয়ব
তোমার ঐদুটো চোখ
একটুকরো মিষ্টিহাসি
আমার কল্পিত আল্পনায় জাগায়
প্রাণের স্পন্দন ।
আঁখিযুগল নিস্তেজ হয় বিশ্রামে
কিন্তু আমি পারলাম কই ?
চুপিসারে তুমি ভেসে বেড়াও
হৃদয়ের বিশাল আকাশের ঐ নীলিমায়
উষ্ণ নিশ্বাস ফেল আমার ডান পাজরে
আমি আবার জেগে উঠি ।
ভাবতে থাকি সেই তোমাকে নিয়ে
কল্পনার রংগিন তুলিতে হৃদয়ে আঁকি
নতুন আল্পনা।
তোমার মুখাবয়ব
তোমার ঐদুটো চোখ
একটুকরো মিষ্টিহাসি
আমার কল্পিত আল্পনায় জাগায়
প্রাণের স্পন্দন ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪
-
টি আই রাজন ০১/০৬/২০১৪অসাধারন। একটা শব্দই বলতে ইচ্ছে হয়। সাধু সাধু সাধু....
-
মোঃ সোহেল মাহমুদ ০১/০৬/২০১৪ভালো লিখেছেন ... আমার পাতায় আমন্ত্রণ রইলো নিয়মিত..
-
কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪অসাধারণ লিখেছেন কবি।
আমন্ত্রন রইলো।