সব্যসাচী
আর অাসবে না সব্যসাচী
চলে গ্যাছে দূরে
সেই ব্যথাতে মনটা আমার
মরে জ্বলে পুড়ে।
কোথায় পাবো কোথায় পাবো
বলনা আমায় তোরা
এই ভুবনে কেমনে বাঁচি
সব্যসাচী ছাড়া।
হেথায় খুঁজি হোথায় খুঁজি
খুঁজি সারা দেশে
কোথায় আছো প্রিয় তুমি
অাছো কী রূপ বেশে?
তোমার কথা শুনে দোয়েল
বলে আমায় শিষে
অাছো তুমি অমর হয়ে
সবার মনে মিশে।
(২৯ সেপ্টেম্বর ১৬ সালে অনলাইন ছড়ার পোর্টাল "টিকচিহ্ন' পত্রিকায় এবং ০৬ অক্টোবর ১৬ সালে জাতীয় দৈনিক " বাংলাদেশ সময় " পত্রিকায় প্রকাশিত হয়েছে)
চলে গ্যাছে দূরে
সেই ব্যথাতে মনটা আমার
মরে জ্বলে পুড়ে।
কোথায় পাবো কোথায় পাবো
বলনা আমায় তোরা
এই ভুবনে কেমনে বাঁচি
সব্যসাচী ছাড়া।
হেথায় খুঁজি হোথায় খুঁজি
খুঁজি সারা দেশে
কোথায় আছো প্রিয় তুমি
অাছো কী রূপ বেশে?
তোমার কথা শুনে দোয়েল
বলে আমায় শিষে
অাছো তুমি অমর হয়ে
সবার মনে মিশে।
(২৯ সেপ্টেম্বর ১৬ সালে অনলাইন ছড়ার পোর্টাল "টিকচিহ্ন' পত্রিকায় এবং ০৬ অক্টোবর ১৬ সালে জাতীয় দৈনিক " বাংলাদেশ সময় " পত্রিকায় প্রকাশিত হয়েছে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০২/১০/২০১৬সব্যসাচির প্রতি শ্রদ্ধাঞ্জলি।
-
অঙ্কুর মজুমদার ৩০/০৯/২০১৬Sundor
-
নাবিক ৩০/০৯/২০১৬হুম
-
সোলাইমান ২৮/০৯/২০১৬বেশ তো, অনেক ভাল ভাবনাময়ী কবিতা।অনেক সুন্দর হয়েছে কবিতাটি।
-
দ্বীপ সরকার ২৮/০৯/২০১৬সুন্দর হয়েছে।