মুক্ত স্বাধীন
ইচ্ছে হলেই হাসতে পারি
লাগে যত স্বাদ
ইচ্ছে হলেই কাঁদতে পারি
রাতের পরে রাত।
হাতের চুড়ি পায়ের বেড়ি
সব দিয়েছি বাদ
এখন আমি মুক্ত স্বাধীন
নেই যে কোনো বাঁধ।
অামায় খেতে পারবে নাকো
দুষ্ট কোনো হাত
অনেক দামে কিনেছি আজ
স্বাধীনতার চাঁদ।
আর নয় আর নয় চুপ রও যত
ভণ্ড পশুর জাত
ইচ্ছে হলেই পারবে নাকো
গায়ে দিতে হাত।
লাগে যত স্বাদ
ইচ্ছে হলেই কাঁদতে পারি
রাতের পরে রাত।
হাতের চুড়ি পায়ের বেড়ি
সব দিয়েছি বাদ
এখন আমি মুক্ত স্বাধীন
নেই যে কোনো বাঁধ।
অামায় খেতে পারবে নাকো
দুষ্ট কোনো হাত
অনেক দামে কিনেছি আজ
স্বাধীনতার চাঁদ।
আর নয় আর নয় চুপ রও যত
ভণ্ড পশুর জাত
ইচ্ছে হলেই পারবে নাকো
গায়ে দিতে হাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৯/০৯/২০১৬vlo.
-
রোজারিও ১৭/০৯/২০১৬এখানের মন্তব্যগুলো ছড়ার মান নষ্ট করছে ।আপনাদের আরো শক্তহাতে লিখতে হবে । মন্তব্যবক্স আরো শক্তিশালী হওয়া উচিত ।আপনার ছন্দ তৈরীর প্রাকৃতিক ক্ষমতা আছে!
-
অনুপ্রাণীত নজরুল ১৬/০৯/২০১৬হুম, ভালো
-
সোলাইমান ১৬/০৯/২০১৬সুন্দর
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১৬/০৯/২০১৬ভালো লাগলো