অর্থ
অর্থ
বড় হওয়া স্বপ্নে দেখার,
মূলেই হল অর্থ।
ইহা ছাড়া জীবন চালানো,
একেবারেই ব্যর্থ।
অর্থ ছাড়া স্বার্থ হয়না,
একবার ভেবে দেখ।
বড় হওয়ার ইচ্ছা হলে,
কর্ম করতে শেখ।
অলসতায় দিন কাটালে,
ভবিষ্যৎ যে অন্ধ।
কেহ তোমার নিবেনা খবর,
দেখবে, সকল দুয়ার বন্ধ।
বড় হওয়া স্বপ্নে দেখার,
মূলেই হল অর্থ।
ইহা ছাড়া জীবন চালানো,
একেবারেই ব্যর্থ।
অর্থ ছাড়া স্বার্থ হয়না,
একবার ভেবে দেখ।
বড় হওয়ার ইচ্ছা হলে,
কর্ম করতে শেখ।
অলসতায় দিন কাটালে,
ভবিষ্যৎ যে অন্ধ।
কেহ তোমার নিবেনা খবর,
দেখবে, সকল দুয়ার বন্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এনামুল হক মানিক ০১/১১/২০১৪অর্থই সব বিবাদের মূল । সুন্দর লিখেছেন । শুভেচ্ছা নিন।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪কোনো কথা ছাড়া একমত। অনেক ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪নীতিকথা সমৃদ্ধ কবিতা বেশ লাগল।
-
মঞ্জুর হোসেন মৃদুল ৩১/১০/২০১৪চমৎকার লাগল।
-
শিমুল শুভ্র ৩১/১০/২০১৪অনেক সুন্দর কবিতা