www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেবুর সাধ (লিমেরিক)

সাধ জেগেছে দেবুর মনে প্রেম-যমুনায় ফের ভাসে,
বউ মরেছে বছর দশেক, ছেলেও থাকে প্রবাসে,
বয়স সবে ষাটের কোঠায়,
সবাই কেমন সঙ্গী জোটায়!
সুন্দরী কেউ বলতো যদি,'আমায় সে খুব ভালবাসে।'

মায়া-মাধব বেশ কিছুদিন করছে প্রেম চুটিয়ে
তবুও তাদের স্বপ্নলতা পড়ছে কেবল লুটিয়ে,
বললে মাধব, "মায়ারানী
দেবুশঙ্কর টাকার খনি,
এই সময়ে জালটা ফেলো, পড়লে ধরা নাও গুটিয়ে।

দেবুর সাথে মায়ার বিয়ে, মাধবচন্দ্র ঘটক
দেবুর দুচোখ ধাঁধিয়ে দেয় মায়ার রূপের চটক,
ধাঁধা চোখেই তুললো পটল
মাধব-মায়ার প্রেম যে অটল
সব হাতিয়ে ঘর বাঁধলো, এইখানে নয়, কটক।
---------------------------------------------
লিমেরিকের উপাদান হাস্যরসাত্মক হওয়াই রীতিসম্মত।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো লেগেছে
  • লিমেরিক পাঁচ লাইনের হবে , বেশী নয়। তার মধ্যেই যা বলার বলতে হবে।
    • সহিদুল হক ১২/১১/২০১৫
      ঠিক, তবে পাঁচের গুণিতকে এ ধরণের লিমেরিকও প্রচলিত। অনেক ধন্যবাদ।
      • আপনার কথামত খুঁজতে গিয়ে পাঁচের গুনিতকে কোনো প্রতিষ্ঠিত লিমেরিক পেলাম না। দয়া করে যদি কোনো ভালো উদাহরণ দেন তো বাধিত হব।
        • সহিদুল হক ১৩/১১/২০১৫
          প্রচুর আছে বিভিন্ন পত্র-পত্রিকায়।এখানে একটা রেফারেন্স দিচ্ছি।আপনি প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার সম্পাদিত 'পত্রপাঠ' পত্রিকার শারদীয় ১৪১৪ সং খ্যাটি সং গ্রহ করে দেখে নিতে পারেন।১০০ পৃষ্ঠায় স্বনামধন্য কবি সমরেন্দ্র সেনগুপ্ত ও ১০১ পৃষ্ঠায় যতীশ গোবিন্দ জানার এই ধরনের লিমেরিক পাবেন।
  • ২৯/১০/২০১৫
    হুম বেশ মজার ।
  • মোবারক হোসেন ২৯/১০/২০১৫
    ভাল লাগলো পড়ে।
  • মোঃনাজমুল হাসান ২৯/১০/২০১৫
    দেবুর সাথে মায়ার বিয়ে
    মাধববাবু ঘটক তার,
    কবির কবিতা লাগলো ভালো;
    জমে হইছে একাকার।।

    শুভকামনা কবি। ভালো থাকুন, ভালো লিখুন। ধন্যবাদ।
  • দ্বীপ সরকার ২৯/১০/২০১৫
    ভালো।
  • শমসের শেখ ২৯/১০/২০১৫
    অসাধারণ হয়েছে
  • দারুন !
 
Quantcast