দেবুর সাধ (লিমেরিক)
সাধ জেগেছে দেবুর মনে প্রেম-যমুনায় ফের ভাসে,
বউ মরেছে বছর দশেক, ছেলেও থাকে প্রবাসে,
বয়স সবে ষাটের কোঠায়,
সবাই কেমন সঙ্গী জোটায়!
সুন্দরী কেউ বলতো যদি,'আমায় সে খুব ভালবাসে।'
মায়া-মাধব বেশ কিছুদিন করছে প্রেম চুটিয়ে
তবুও তাদের স্বপ্নলতা পড়ছে কেবল লুটিয়ে,
বললে মাধব, "মায়ারানী
দেবুশঙ্কর টাকার খনি,
এই সময়ে জালটা ফেলো, পড়লে ধরা নাও গুটিয়ে।
দেবুর সাথে মায়ার বিয়ে, মাধবচন্দ্র ঘটক
দেবুর দুচোখ ধাঁধিয়ে দেয় মায়ার রূপের চটক,
ধাঁধা চোখেই তুললো পটল
মাধব-মায়ার প্রেম যে অটল
সব হাতিয়ে ঘর বাঁধলো, এইখানে নয়, কটক।
---------------------------------------------
লিমেরিকের উপাদান হাস্যরসাত্মক হওয়াই রীতিসম্মত।।
বউ মরেছে বছর দশেক, ছেলেও থাকে প্রবাসে,
বয়স সবে ষাটের কোঠায়,
সবাই কেমন সঙ্গী জোটায়!
সুন্দরী কেউ বলতো যদি,'আমায় সে খুব ভালবাসে।'
মায়া-মাধব বেশ কিছুদিন করছে প্রেম চুটিয়ে
তবুও তাদের স্বপ্নলতা পড়ছে কেবল লুটিয়ে,
বললে মাধব, "মায়ারানী
দেবুশঙ্কর টাকার খনি,
এই সময়ে জালটা ফেলো, পড়লে ধরা নাও গুটিয়ে।
দেবুর সাথে মায়ার বিয়ে, মাধবচন্দ্র ঘটক
দেবুর দুচোখ ধাঁধিয়ে দেয় মায়ার রূপের চটক,
ধাঁধা চোখেই তুললো পটল
মাধব-মায়ার প্রেম যে অটল
সব হাতিয়ে ঘর বাঁধলো, এইখানে নয়, কটক।
---------------------------------------------
লিমেরিকের উপাদান হাস্যরসাত্মক হওয়াই রীতিসম্মত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১১/২০১৫খুব ভালো লেগেছে
-
দেবব্রত সান্যাল ০২/১১/২০১৫লিমেরিক পাঁচ লাইনের হবে , বেশী নয়। তার মধ্যেই যা বলার বলতে হবে।
-
অ ২৯/১০/২০১৫হুম বেশ মজার ।
-
মোবারক হোসেন ২৯/১০/২০১৫ভাল লাগলো পড়ে।
-
মোঃনাজমুল হাসান ২৯/১০/২০১৫দেবুর সাথে মায়ার বিয়ে
মাধববাবু ঘটক তার,
কবির কবিতা লাগলো ভালো;
জমে হইছে একাকার।।
শুভকামনা কবি। ভালো থাকুন, ভালো লিখুন। ধন্যবাদ। -
দ্বীপ সরকার ২৯/১০/২০১৫ভালো।
-
শমসের শেখ ২৯/১০/২০১৫অসাধারণ হয়েছে
-
সমরেশ সুবোধ পড়্যা ২৮/১০/২০১৫দারুন !