সংযম
আজকে তবে এইটুকু থাক
ভীষণ ধাক্কা বাঁধে
রুখতে হবে যে করে হোক
দায় যে বিশাল কাঁধে।
বাঁধভাঙা জল দুকূল ছাপায়
ভিড়তে পারে চোখে
আজকে তবে এইটুকু থাক
কাজ নেই কাল শোকে।
সবটুকু জল নিংড়ে নিলে
মুখ ফেরাবে রোদ
থাক না কিছু পাওনা-বাকি
কালকে হবে শোধ।
জঙ্গি মনে রক্তনেশা
কাটাই তবে ফুলে
আজকে শুধু গন্ধ শুঁকি
ফুলটা গুঁজি চুলে।
ভীষণ ধাক্কা বাঁধে
রুখতে হবে যে করে হোক
দায় যে বিশাল কাঁধে।
বাঁধভাঙা জল দুকূল ছাপায়
ভিড়তে পারে চোখে
আজকে তবে এইটুকু থাক
কাজ নেই কাল শোকে।
সবটুকু জল নিংড়ে নিলে
মুখ ফেরাবে রোদ
থাক না কিছু পাওনা-বাকি
কালকে হবে শোধ।
জঙ্গি মনে রক্তনেশা
কাটাই তবে ফুলে
আজকে শুধু গন্ধ শুঁকি
ফুলটা গুঁজি চুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৪/১০/২০১৫দারুন লেখা ।
-
শমসের শেখ ২৩/১০/২০১৫অসাধারণ লেখা
-
রুহুল আমীন রৌদ্র. ২২/১০/২০১৫অনবদ্য লেখনি।
অপূর্ব....