আকাশের নিচে
রাস্তাগুলো হরকিসিমের
কোন্ টা দিয়ে যাচ্ছো মিতা?
যাবেই যখন আকাশপানে
দুদিন হাঁটার বিলাসিতা।
রোদ কমে যায় সন্ধ্যা নামে
ডাকছে শিয়াল হুক্কা হুয়া,
সুর মেলালে ছক্কা মুঠোয়
বেসুরোরা হারছে জুয়া।
একটি 'কল'-য়েই মাংস হাতে,
ফুলের কদর করবে কে বা?
চোখ তাকানোর নেই যে সময়,
অর্থ দিয়েই মিলছে সেবা।
রাস্তাগুলো ভিড়ে ঠাসা
এরাও হাঁটে ওরাও হাঁটে,
বুক-পকেটের ধুকপুকুনি
কেউ বা লুকায় কেউ বা বাঁটে।
চলন দেখে বুঝবে কিসে?
পা-দুটি সব একই রকম;
চেনা তবু যায় সহজেই,
শিরদাঁড়াটা শক্ত-নরম।
কোন্ টা দিয়ে যাচ্ছো মিতা?
যাবেই যখন আকাশপানে
দুদিন হাঁটার বিলাসিতা।
রোদ কমে যায় সন্ধ্যা নামে
ডাকছে শিয়াল হুক্কা হুয়া,
সুর মেলালে ছক্কা মুঠোয়
বেসুরোরা হারছে জুয়া।
একটি 'কল'-য়েই মাংস হাতে,
ফুলের কদর করবে কে বা?
চোখ তাকানোর নেই যে সময়,
অর্থ দিয়েই মিলছে সেবা।
রাস্তাগুলো ভিড়ে ঠাসা
এরাও হাঁটে ওরাও হাঁটে,
বুক-পকেটের ধুকপুকুনি
কেউ বা লুকায় কেউ বা বাঁটে।
চলন দেখে বুঝবে কিসে?
পা-দুটি সব একই রকম;
চেনা তবু যায় সহজেই,
শিরদাঁড়াটা শক্ত-নরম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ৩০/০৩/২০১৫খুব ভালো লেগেছে
-
মোঃ আবদুল করিম ০৪/১২/২০১৪এক কথায় খুবই ভালো হয়েছে ।
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৩/১২/২০১৪চমৎকার লিখেছেন!
-
অনিরুদ্ধ বুলবুল ০২/১২/২০১৪শিড়দাঁড়তেই ব্যক্তিত্ব চেনা যায়...
অভিনন্দন কবিকে - -
আহমাদ সাজিদ ০২/১২/২০১৪বাহ! খুব চমত্কার
-
অ ০২/১২/২০১৪বেশ ভালো ।