যেমন দেখছি
কে আর বহে বলো বিনা লাভে তুলো?
ক্ষুদিরামও ছাই আজ, তিতুমিরও ধুলো
দুষ্টের হয় না অভাব খুঁজে পেতে ছুতো
দড়ি-ছেঁড়া পাপ ঢাকে মেরে শিং-গুঁতো।
বিপ্লবের বুলি শুধু টক শোয়ে ঝাড়ে
মিছিলের কভারেজে টি আর পি বাড়ে,
চ্যানেলের হাপর চলে খবরের কয়লায়,
কয়লা খোঁজো তাই ভাগাড়ের ময়লায়।
'দেখিতে নারি' তাই বাঁকা তার চলনটি
মিডিয়ার জাদুতে বাঁদর হয় হরিণটি
'বিপ্লবী' ছাত্ররাও গাঁজা খায়, খায় মাল,
তাদেরও তোল্লা দিতে তিলকে করে তাল।
ক্ষুদিরামও ছাই আজ, তিতুমিরও ধুলো
দুষ্টের হয় না অভাব খুঁজে পেতে ছুতো
দড়ি-ছেঁড়া পাপ ঢাকে মেরে শিং-গুঁতো।
বিপ্লবের বুলি শুধু টক শোয়ে ঝাড়ে
মিছিলের কভারেজে টি আর পি বাড়ে,
চ্যানেলের হাপর চলে খবরের কয়লায়,
কয়লা খোঁজো তাই ভাগাড়ের ময়লায়।
'দেখিতে নারি' তাই বাঁকা তার চলনটি
মিডিয়ার জাদুতে বাঁদর হয় হরিণটি
'বিপ্লবী' ছাত্ররাও গাঁজা খায়, খায় মাল,
তাদেরও তোল্লা দিতে তিলকে করে তাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০১/১০/২০১৪দারুণ লিখেছেন...
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৯/২০১৪দারুন।
-
মোঃওবায় দুল হক ২৫/০৯/২০১৪খুব সুন্দর লিখনি।
-
মনিরুজ্জামান শুভ্র ২৫/০৯/২০১৪একে বারে বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন কবি ।। ভাল লাগলো ।
-
মল্লিকা রায় ২৫/০৯/২০১৪যোগ্য কথা কবিভাই,অসংখ্য ধন্যবাদ জানাই।