চার পঙক্তি
পাল তুলে যাবে কদ্দুর, বাতাস হয়েছে বৈরী
ঘাট ফেলে যাবে আঘাট,মনকে করেছ তৈরী?
পিছুটান ছেড়ে নতুনের খোঁজে দিয়েছ পাড়ি,
খসবেই পলেস্তারা, ফের সেই পুরনো বাড়ি।
ঘাট ফেলে যাবে আঘাট,মনকে করেছ তৈরী?
পিছুটান ছেড়ে নতুনের খোঁজে দিয়েছ পাড়ি,
খসবেই পলেস্তারা, ফের সেই পুরনো বাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২২/০৯/২০১৪খুব ভালো লেগেছে
-
একনিষ্ঠ অনুগত ১৭/০৯/২০১৪ভালো লাগলো...
-
তালহা বিন জসিম ১৭/০৯/২০১৪শুভেচ্চা রইল
-
রুমা চৌধুরী ১৭/০৯/২০১৪চার লাইনের চৌপদী তে নুতন ও পুরাতনের দ্বন্দ্ব।
ভাল লাগল। শুভেচ্ছা রইল। -
মল্লিকা রায় ১৭/০৯/২০১৪বেশ লাগল কবিতা।
-
কৌশিক আজাদ প্রণয় ১৭/০৯/২০১৪অসাধারণ ভাবের প্রকাশে মুগ্ধ হলাম। চমৎকার লাগলো, নতুনের আবাহন সেই সাথে চিরাচরিত পিছুটান, এগিয়ে যান কবি