চারের নামতা
চার এক্কে চার
গুণটা গেয়ো তারই সদা নুন খেয়েছো যার,
চার দুগুণে আট
দুঃখীজনের জন্য রেখো খুলে মনের হাট,
চার তিনে বারো
যদি শুধুই ভাবো নিজের কথা মান পাবে না কারো,
চার চারে ষোলো
অন্যায়কে ঘৃণা করে ন্যায়ের ঝাণ্ডা তোলো,
চার পাঁচে কুড়ি
মাটির বুকেই পা-টা রেখো যতই ওড়াও ঘুড়ি,
চার ছয়ে চব্বিশ
কথায় আছে মিষ্টি মধু, আবার আছে খুব বিষ,
চার সাতে আটাশ
ব্যর্থ হবি পদে পদে যদি হেলায় সময় কাটাস,
চার আটে বত্রিশ
দেশ ভুলো না যেথায় থাকো,প্যারিস কিম্বা গ্রিস,
চার নয়ে ছত্রিশ
কোকিলের ডাক কুহু কুহু, সাপের ডাক হিসহিস,
চার দশে চল্লিশ
ভাঙনের গান বন্ধ করে মিলনের গানে তাল দিস।
গুণটা গেয়ো তারই সদা নুন খেয়েছো যার,
চার দুগুণে আট
দুঃখীজনের জন্য রেখো খুলে মনের হাট,
চার তিনে বারো
যদি শুধুই ভাবো নিজের কথা মান পাবে না কারো,
চার চারে ষোলো
অন্যায়কে ঘৃণা করে ন্যায়ের ঝাণ্ডা তোলো,
চার পাঁচে কুড়ি
মাটির বুকেই পা-টা রেখো যতই ওড়াও ঘুড়ি,
চার ছয়ে চব্বিশ
কথায় আছে মিষ্টি মধু, আবার আছে খুব বিষ,
চার সাতে আটাশ
ব্যর্থ হবি পদে পদে যদি হেলায় সময় কাটাস,
চার আটে বত্রিশ
দেশ ভুলো না যেথায় থাকো,প্যারিস কিম্বা গ্রিস,
চার নয়ে ছত্রিশ
কোকিলের ডাক কুহু কুহু, সাপের ডাক হিসহিস,
চার দশে চল্লিশ
ভাঙনের গান বন্ধ করে মিলনের গানে তাল দিস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ০৫/০৯/২০১৪
মানতে হবে সর্বদা।