তিনের নামতা
তিন এক্কে তিন
থাকবে না এই আঁধার সময় আসবে নতুন দিন,
তিন দুগুণে ছয়
সূর্য আছে আড়ালটাতে মেঘে কিসের ভয়?
তিন তিরিক্কে নয়
মরার পরেও হয় না কারো সৎ কর্মের ক্ষয়,
তিন চারে বারো
সত্যে যদি অটল থাকো জিততে তুমি পারো,
তিন পাঁচে পনেরো
কায়ার সুখ ক্ষণস্থায়ী,শান্তি যে চাই মনেরও,
তিন ছয়ে আঠারো
ফুলের স্বস্তি পাওয়ার জন্য সইবো জ্বালা কাঁটারও,
তিন সাতে একুশ
রাখতে হলে নিজের মান, থাকতে হবে হুঁশ,
তিন আটে চব্বিশ
পাপ জেনেও কেন বিধি এই অন্তরে লোভ দিস?
তিন নয়ে সাতাশ
বৃক্ষনিধন বন্ধ করে শুদ্ধ রাখো বাতাস,
তিন দশে তিরিশ
অসৎ সঙ্গ এড়িয়ে সদা সৎ সঙ্গে ভিড়িস।
থাকবে না এই আঁধার সময় আসবে নতুন দিন,
তিন দুগুণে ছয়
সূর্য আছে আড়ালটাতে মেঘে কিসের ভয়?
তিন তিরিক্কে নয়
মরার পরেও হয় না কারো সৎ কর্মের ক্ষয়,
তিন চারে বারো
সত্যে যদি অটল থাকো জিততে তুমি পারো,
তিন পাঁচে পনেরো
কায়ার সুখ ক্ষণস্থায়ী,শান্তি যে চাই মনেরও,
তিন ছয়ে আঠারো
ফুলের স্বস্তি পাওয়ার জন্য সইবো জ্বালা কাঁটারও,
তিন সাতে একুশ
রাখতে হলে নিজের মান, থাকতে হবে হুঁশ,
তিন আটে চব্বিশ
পাপ জেনেও কেন বিধি এই অন্তরে লোভ দিস?
তিন নয়ে সাতাশ
বৃক্ষনিধন বন্ধ করে শুদ্ধ রাখো বাতাস,
তিন দশে তিরিশ
অসৎ সঙ্গ এড়িয়ে সদা সৎ সঙ্গে ভিড়িস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৯/২০১৪ভিন্নতা পেলাম। ভাল লাগল।
-
আশিস চৌধুরী ৩১/০৮/২০১৪নতুন নামতা শিখলাম,একেবারে অন্য ভাবনার লেখা।আরো চাই।
-
সুব্রত ঘোষ ৩১/০৮/২০১৪ভালো লাগলো কবি
-
মারুফা তামান্না ৩১/০৮/২০১৪ভাল