দুয়ের নামতা
দুয়ের নামতা
-------------------
এক দুগুণে দুই
হারাম থেকে মুখ ফিরিয়ে হালাল জিনিস ছুঁই,
দুই দুগুণে চার
ন্যায়-যুদ্ধে সামিল হবো মানবো না যে হার,
তিন দুগুণে ছয়
জ্ঞানের অস্ত্র থাকলে হাতে মিলবে শুধুই জয়,
চার দুগুণে আট
জীবনতরী আঘাটে নয়, ভিড়ুক যেথায় ঘাট,
পাঁচ দুগুণে দশ
জাগলে বিবেক,অশুভ-নাগ মেনে নেবেই বশ,
ছয় দুগুণে বারো
অন্ধজনের হাতটা ধরে রাস্তাটা পার করো,
সাত দুগুণে চোদ্দ
অতীত ভুলে আঁকড়ে ধরো পাচ্ছো যেটা সদ্য,
আট দুগুণে ষোল
মনে রেখো বাবা-মাকে আর যা কিছুই ভোলো,
নয় দুগুণে আঠারো
জ্ঞানটা যত বিলিয়ে দেবে বাড়বে জ্ঞানের ধারও,
দশ দুগুণে কুড়ি
যত পথই থাক জগতে, নেই সততার জুড়ি।
-------------------
এক দুগুণে দুই
হারাম থেকে মুখ ফিরিয়ে হালাল জিনিস ছুঁই,
দুই দুগুণে চার
ন্যায়-যুদ্ধে সামিল হবো মানবো না যে হার,
তিন দুগুণে ছয়
জ্ঞানের অস্ত্র থাকলে হাতে মিলবে শুধুই জয়,
চার দুগুণে আট
জীবনতরী আঘাটে নয়, ভিড়ুক যেথায় ঘাট,
পাঁচ দুগুণে দশ
জাগলে বিবেক,অশুভ-নাগ মেনে নেবেই বশ,
ছয় দুগুণে বারো
অন্ধজনের হাতটা ধরে রাস্তাটা পার করো,
সাত দুগুণে চোদ্দ
অতীত ভুলে আঁকড়ে ধরো পাচ্ছো যেটা সদ্য,
আট দুগুণে ষোল
মনে রেখো বাবা-মাকে আর যা কিছুই ভোলো,
নয় দুগুণে আঠারো
জ্ঞানটা যত বিলিয়ে দেবে বাড়বে জ্ঞানের ধারও,
দশ দুগুণে কুড়ি
যত পথই থাক জগতে, নেই সততার জুড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৮/২০১৪চমৎকার হয়েছে।
-
সৌমিতা ২৬/০৮/২০১৪এটিও দারুণ হয়েছে
-
একনিষ্ঠ অনুগত ২৬/০৮/২০১৪অনেক সুন্দর লিখেছেন।
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৬/০৮/২০১৪১-ম লাইনটি দারুণ লাগল ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৬/০৮/২০১৪অসাধারন ভাবনা। আমার নতুন উপন্যাসে আমন্ত্রন রইল।
-
বিজয় রায় ২৬/০৮/২০১৪bes namota .....baki namota koba porbo
-
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৬/০৮/২০১৪sundor