www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে এসো অরণ্য

বাঁধ কেন দাও বাতাসের গতিপথে?
অফুরান সুগন্ধেরা অপেক্ষায় আছে,
দুঃসহ মনে হলে জানালা বন্ধ রেখো
ব্যস্ত থেকো যে যার নিজস্ব বদ্ধালয়ে,
এখন কোজাগরী-টান স্রোতস্বিনী-জলে,
ন্যায় যুদ্ধ বলে কিছু নেই পৃথিবীতে,
যতই হাত ধরে টানো,আমি অরণ্য খুঁজে যাবো।

আমি অরণ্য খুঁজি,অরণ্য খোঁজে আলো-বাতাস,
অথচ অরণ্য সরে যায় দূর থেকে দূরে,
সেদিনও দেখেছি তার সবুজ মায়া-চোখ,
ছায়া-শীতল কোলে নিষ্কলু্ষ ভাল লাগা,
আজ এখানে বাতাসের পথে বা্ঁধ,অরণ্যের ফুসফুস
বিপন্ন কাঞ্চনজঙ্ঘার অভিযাত্রীর মতো,
অজস্র দীর্ঘশ্বাসে নিকষ কালো আজ মুক্ত আকাশ,
অথচ কে না জানে অরণ্যের তৃষ্ণা মেটে আলোয়!

ওদিকে উন্মাদের সারা গায়ে শ্মশানের ছাইভস্ম মাখা,
দু চোখের পর্দাতেও কাঙালের ঝুলিতে থাকা ছাইয়ের প্রলেপ,
স্থান-কাল-পাত্র তুচ্ছ তার কাছে, অবাধে ঢুকে যায়
অরণ্যের সবুজে, তছনছ করে ফুল-পাতা-ডাল-পালা,
আর কত সইবে বলো অসহায় অরণ্য?

তবু নিকষ কালো মেঘও কেটে যায় একদিন,
বাতাসের প্রবল ধাক্কায় ভেঙে যায় বাঁধও,
উন্মাদনাও দূর হতে পারে সুহৃদয় চিকিৎসকের সংস্পর্শে

ফিরে এসো অরণ্য, অপেক্ষায় আছি ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব খুব ভাল লাগলো।
  • কবি মোঃ ইকবাল ১০/০৮/২০১৪
    প্রকৃতির প্রতি এক অনন্য ভালোবাসা। আমরাও সেই অরণ্যকে চাই।
  • ইমন শরীফ ১০/০৮/২০১৪
    ফিরে আসুক অরণ্য,পূণর্ হোক কবিতার দাবী।
  • অসাধারন লাগল।
 
Quantcast