বোধোদয়
হাজার রাতের স্বপ্ন পেরিয়ে খোলা দরজায় তুমি
অথচ কাল সারারাত কেঁপে কেঁপে উঠেছিল ভূমি,
মানুষের তুচ্ছতার সাক্ষ্য এ শহরের পথেঘাটে
তবুও থামেনি তো বেচা-কেনা পৃথিবীর হাটে হাটে
তাই বুঝি যন্ত্রণা এনেছো বয়ে জীবনের অঙ্গনে?
না কি দেখে যেতে চাও যে যন্ত্রণা বইছি গোপনে?
পাথরও তো ধীরে ধীরে ক্ষয়ে যায় তিনটি বছরে,
এ লতাও শিখে গেছে চলা কাঁটাগাছের হাত ধরে,
তবে কেন এত দিন পরে স্বপ্ন থেকে মাটিতে আজ?
যে সাজে অভ্যস্ত তুমি,ছেড়ে এলে কেন সে কপট সাজ?
যদিও জেগে আছি কি না,এখনো অবিশ্বাস দু চোখে ,
পড়ছে কি আমার অনিয়মিত নিঃশ্বাস তোমার মুখে ?
যেন আকাশের সীমানা থেকে বলে গেলে স্মিত হেসে
চিনেছি নিজেকে কাল,এবার চলতে চাই শুধু ভালবেসে,
অহমিকা যত মৃত্যু-ছায়ায় কেঁপে কেঁপে ধসে গেছে সব
এবার ব্যাঙ্গমী হবো, তোমাকে ঘিরেই যত কলরব।
অথচ কাল সারারাত কেঁপে কেঁপে উঠেছিল ভূমি,
মানুষের তুচ্ছতার সাক্ষ্য এ শহরের পথেঘাটে
তবুও থামেনি তো বেচা-কেনা পৃথিবীর হাটে হাটে
তাই বুঝি যন্ত্রণা এনেছো বয়ে জীবনের অঙ্গনে?
না কি দেখে যেতে চাও যে যন্ত্রণা বইছি গোপনে?
পাথরও তো ধীরে ধীরে ক্ষয়ে যায় তিনটি বছরে,
এ লতাও শিখে গেছে চলা কাঁটাগাছের হাত ধরে,
তবে কেন এত দিন পরে স্বপ্ন থেকে মাটিতে আজ?
যে সাজে অভ্যস্ত তুমি,ছেড়ে এলে কেন সে কপট সাজ?
যদিও জেগে আছি কি না,এখনো অবিশ্বাস দু চোখে ,
পড়ছে কি আমার অনিয়মিত নিঃশ্বাস তোমার মুখে ?
যেন আকাশের সীমানা থেকে বলে গেলে স্মিত হেসে
চিনেছি নিজেকে কাল,এবার চলতে চাই শুধু ভালবেসে,
অহমিকা যত মৃত্যু-ছায়ায় কেঁপে কেঁপে ধসে গেছে সব
এবার ব্যাঙ্গমী হবো, তোমাকে ঘিরেই যত কলরব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মল্লিকা রায় ২৯/০৭/২০১৪
ভাল লাগলো কবিতা,শুভেচ্ছা জানিয়ে গেলাম কবি।