এমনি করে
মূল পাতা
সম্পাদনা
আপনার কবিতা এমনি করে যোগ করা হয়েছে
এমনি করে
sahidul haque's picture
sahidul haque রবি, ২০১৪-০৪-২৭ ০৪:৪০
---------------------------
* * এমনি করে * *
---------------------------
পূর্ণ চোখে দেখছো জগৎ
মন তবু নয় ক্ষুন্ন
আমায় তুমি দেখো জানি
দৃষ্টি যখন শূন্য,
পূর্ণ চাঁদে গ্রহণ লাগে
আকাশ জুড়ে কালো
পঞ্চমীর ঐ আকাশটাকে
তাই তো লাগে ভালো,
সবার ফুলে বাড়াও হাত
দাঁড়িয়ে আমি পাশে
ভরাও জানি তোমার বুক
আমার ফুলের বাসে,
হাতের ছো্ঁয়া পায় না তবু
মনের ছোঁয়া পায়
পাঁচটা কানের আঁচ বাঁচিয়ে
গুনগুনিয়ে গায়,
এমনি করে তেরছা চোখে
আমায় যেয়ো দেখে
থাকবো সুখে নদীর মতো
জোছনা গায়ে মেখে।
সম্পাদনা
আপনার কবিতা এমনি করে যোগ করা হয়েছে
এমনি করে
sahidul haque's picture
sahidul haque রবি, ২০১৪-০৪-২৭ ০৪:৪০
---------------------------
* * এমনি করে * *
---------------------------
পূর্ণ চোখে দেখছো জগৎ
মন তবু নয় ক্ষুন্ন
আমায় তুমি দেখো জানি
দৃষ্টি যখন শূন্য,
পূর্ণ চাঁদে গ্রহণ লাগে
আকাশ জুড়ে কালো
পঞ্চমীর ঐ আকাশটাকে
তাই তো লাগে ভালো,
সবার ফুলে বাড়াও হাত
দাঁড়িয়ে আমি পাশে
ভরাও জানি তোমার বুক
আমার ফুলের বাসে,
হাতের ছো্ঁয়া পায় না তবু
মনের ছোঁয়া পায়
পাঁচটা কানের আঁচ বাঁচিয়ে
গুনগুনিয়ে গায়,
এমনি করে তেরছা চোখে
আমায় যেয়ো দেখে
থাকবো সুখে নদীর মতো
জোছনা গায়ে মেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১১/০৫/২০১৪
-
শারমিনা মাহমুদ ২৮/০৪/২০১৪Awesome
-
সফিউল্লাহ আনসারী ২৭/০৪/২০১৪পড়লাম, ভাল লেগেছে।
এমনি করে....! -
এস,বি, (পিটুল) ২৭/০৪/২০১৪sundor
আমায় যেয়ো দেখে
থাকবো সুখে নদীর মতো
জোছনা গায়ে মেখে।
.
valoo lagloo....