পুরুষতন্ত্র
এত কাছে আছো তুমি তবু লাগে অচেনা
ভুলে যাই মাঝে মাঝে মন কেউ বেচে না
খাওয়া-পরা দিয়ে যাই অধিকার ফলাতে
তবু কেন সব রাতে পারি না কো টলাতে?
থাকতে কি আছে কোন আলাদা সত্ত্বা?
সাত পাকে বেঁধে তবে হয়েছি যে কত্তা
যদিও সব ডাকে আমিও দিই না সাড়া
সত্ত্বাকে তার কাছে দিইনি তো ভাড়া
রিমোট পেয়েছি হাতে খুশি মতো চালাবো
কখনো কাছে যাবো কখনও বা পালাবো
সঙ্গত কথাগুলোও 'ঘ্যান ঘ্যান' ভাববো
মন-গড়া মাপনীতে তার মন মাপবো
লুফে নেব পরকীয়া বদলাতে রুচি
অক্ষুন্ন থাকে যেন অবলার শুচি
সমাজ করেছে আমার সাত খুন মাফ
ময়লায় পূর্ণ মনও ভেবে নাও সাফ
কবে যে ভাববো আর 'সম্মান পাও নি
পতাকা দিয়েছো হাতে স্বাধীনতা দাও নি'।
ভুলে যাই মাঝে মাঝে মন কেউ বেচে না
খাওয়া-পরা দিয়ে যাই অধিকার ফলাতে
তবু কেন সব রাতে পারি না কো টলাতে?
থাকতে কি আছে কোন আলাদা সত্ত্বা?
সাত পাকে বেঁধে তবে হয়েছি যে কত্তা
যদিও সব ডাকে আমিও দিই না সাড়া
সত্ত্বাকে তার কাছে দিইনি তো ভাড়া
রিমোট পেয়েছি হাতে খুশি মতো চালাবো
কখনো কাছে যাবো কখনও বা পালাবো
সঙ্গত কথাগুলোও 'ঘ্যান ঘ্যান' ভাববো
মন-গড়া মাপনীতে তার মন মাপবো
লুফে নেব পরকীয়া বদলাতে রুচি
অক্ষুন্ন থাকে যেন অবলার শুচি
সমাজ করেছে আমার সাত খুন মাফ
ময়লায় পূর্ণ মনও ভেবে নাও সাফ
কবে যে ভাববো আর 'সম্মান পাও নি
পতাকা দিয়েছো হাতে স্বাধীনতা দাও নি'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।