বিকেল ভাসায় মধ্যাহ্ন অভ্যাস
হাঁটছি তখন হলুদ রোদে
বুকে ছিল নীল মেঘেদের বাস
চোখের রঙে আকাশ রঙিন
পায়ের নিচে মজনু-রঙা ঘাস,
পাল্লা-আঁটা বরফবাড়ি চোখে
খুলবে কিনা ভাবছি শতবার
মত্ত বাতাস ছন্দ-হাতে হঠাৎ
খুলেই দিল বন্ধ থাকা দ্বার,
দাঁড়িয়ে ছিলে সেই দরজার ফাঁকে
ভরিয়ে দিলে বাড়িয়ে দেওয়া ঝুলি
ছবি আঁকার শখ ছিল না আগে
সেই তো প্রথম হাতে নিলাম তুলি।
রোজ বিকেলে আঁকতে বসি আজো
ধূসর রোদে ডুবন্ত ক্যানভাস
ঝোড়ো হাওয়ায় হলুদ জোয়ার
বিকেল ভাসায় মধ্যাহ্ন অভ্যাস।
বুকে ছিল নীল মেঘেদের বাস
চোখের রঙে আকাশ রঙিন
পায়ের নিচে মজনু-রঙা ঘাস,
পাল্লা-আঁটা বরফবাড়ি চোখে
খুলবে কিনা ভাবছি শতবার
মত্ত বাতাস ছন্দ-হাতে হঠাৎ
খুলেই দিল বন্ধ থাকা দ্বার,
দাঁড়িয়ে ছিলে সেই দরজার ফাঁকে
ভরিয়ে দিলে বাড়িয়ে দেওয়া ঝুলি
ছবি আঁকার শখ ছিল না আগে
সেই তো প্রথম হাতে নিলাম তুলি।
রোজ বিকেলে আঁকতে বসি আজো
ধূসর রোদে ডুবন্ত ক্যানভাস
ঝোড়ো হাওয়ায় হলুদ জোয়ার
বিকেল ভাসায় মধ্যাহ্ন অভ্যাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।