বাঁধনহারা
ধরা দিতেই বিজয়-ধ্বনি
শরীর-জোড়া কাঁপন
উড়ে এসেই বসলো জুড়ে
সবার চেয়ে আপন,
কাছের মাটি আলগা হলো
শিকড় খোঁজে আকাশ
বাতাস বুঝি দিক হারালো
দূরের মাটি সকাশ।
বাঁধন-হারা নৌকা বেয়ে
অচিন দেশে পাড়ি
পৌ্ঁছে যেতেই চেনা শুরু
গড়তে হলো বাড়ি,
ঘাসে ঢাকা নরম মাঠে
পরম কাপের খেলা
শেষ বাঁশিটা বাজবে তখন
ঢলবে যখন বেলা।
শরীর-জোড়া কাঁপন
উড়ে এসেই বসলো জুড়ে
সবার চেয়ে আপন,
কাছের মাটি আলগা হলো
শিকড় খোঁজে আকাশ
বাতাস বুঝি দিক হারালো
দূরের মাটি সকাশ।
বাঁধন-হারা নৌকা বেয়ে
অচিন দেশে পাড়ি
পৌ্ঁছে যেতেই চেনা শুরু
গড়তে হলো বাড়ি,
ঘাসে ঢাকা নরম মাঠে
পরম কাপের খেলা
শেষ বাঁশিটা বাজবে তখন
ঢলবে যখন বেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পল্লব ২১/০২/২০১৪শেষ বাঁশিটা বাজার আগে এভাবেই লিখতে থাকুন। ছন্দে ছন্দে গেঁথে রয়ে যাবে কিছু ভাবনার রেশ।