বিচারের বাণী সরবে প্রকাশ্যে হাসে
এমন দৃশ্য দেখেছো কখনো কাকের মাংস খাচ্ছে কোন কাক?
এমনতর কতশত প্রশ্ন মনের মাঝে অবিরাম খেত ঘুরপাক
কতশত বীর বাঙালী দেশের জন্য নিজেকে দিয়েছে বলি
কতশত বাঙালী রাজাকার বাঙালীর রক্তে খেলেছে হোলি
ধর্ম কখনো শেখায় না কাউকে ভাইয়ের বুকে মারতে ছুরি
পাক-শাসকের দালালি করতে ভাবের ঘরে করেছো চুরি
আজও শোনা যায় আকাশে বাতাসে শহিদের হাহাকার
কালের বিচারে রেহাই পাবে না,জানতে কি রাজাকার?
তাই তো আজিকে কসাই কাদের ঝুলে আছো ঐ ফাঁসে
এতদিনে বুঝি বিচারের বাণী সরবে প্রকাশ্যে হাসে।
এমনতর কতশত প্রশ্ন মনের মাঝে অবিরাম খেত ঘুরপাক
কতশত বীর বাঙালী দেশের জন্য নিজেকে দিয়েছে বলি
কতশত বাঙালী রাজাকার বাঙালীর রক্তে খেলেছে হোলি
ধর্ম কখনো শেখায় না কাউকে ভাইয়ের বুকে মারতে ছুরি
পাক-শাসকের দালালি করতে ভাবের ঘরে করেছো চুরি
আজও শোনা যায় আকাশে বাতাসে শহিদের হাহাকার
কালের বিচারে রেহাই পাবে না,জানতে কি রাজাকার?
তাই তো আজিকে কসাই কাদের ঝুলে আছো ঐ ফাঁসে
এতদিনে বুঝি বিচারের বাণী সরবে প্রকাশ্যে হাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৪/১২/২০১৩অনবদ্য।
-
প্রবাসী পাঠক ১৩/১২/২০১৩চমৎকার লিখেছেন সহিদুল হোক ভাই ।
মানুষরূপী রাজাকার পশুগুলোর জন্য রইল ঘৃণা। -
সুবীর কাস্মীর পেরেরা ১৩/১২/২০১৩অসাধারণ হক ভাই
-
রোদের ছায়া ১৩/১২/২০১৩আজকের জন্য একদম মানান্সই কবিতা । তবে এক রাজাকারকে ফাসিতে ঝুলালেই কিন্তু দায় এরান যাবেনা । সব যুদ্ধাপরাধীর শাস্তি হতে হবে।
আপনার কবিতায় ভালো লাগা রইলো।