মা
* মা *
ঝড়-ঝাপটা নিজে সয়ে
* * * * রক্ষা করো বাচ্চাকে
তুমি ছাড়া এই দুনিয়ায়
* * * * বলতে পারো সাচ্চা কে?
নিঃস্বার্থ ভালবাসায়
* * * * ভরে ওঠে আমার বুক
তোমার পায়ে লুকিয়ে আছে
* * * * মর্ত্য-ভূমির সকল সুখ
তুলনা তোমার এই জগতে
* * * * কেবল মাত্র তুমি
সুযোগ পেলেই তাই তো আমি
* * * * তোমার কদম চুমি।
ঝড়-ঝাপটা নিজে সয়ে
* * * * রক্ষা করো বাচ্চাকে
তুমি ছাড়া এই দুনিয়ায়
* * * * বলতে পারো সাচ্চা কে?
নিঃস্বার্থ ভালবাসায়
* * * * ভরে ওঠে আমার বুক
তোমার পায়ে লুকিয়ে আছে
* * * * মর্ত্য-ভূমির সকল সুখ
তুলনা তোমার এই জগতে
* * * * কেবল মাত্র তুমি
সুযোগ পেলেই তাই তো আমি
* * * * তোমার কদম চুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল্লাহ সাকি ০৭/১২/২০১৩ভাইয়া আমি ছোট তবু কিছু বলছি জানি না ঠিক কি ভুল।আপনার লেখাটা চমৎকার।খুব সুন্দর লিখতে জানেন।আপনার থেকে শিখতে চাই।শেষের থেকে চতুর্থ লাইনে একটু কেমন ছন্দপতন মনে হচ্ছে।((তোমার তুলনা এই জগতে)) এটাকে পড়তে 'তোমার তুলনা' পর আওয়াজ অর্থ্যাৎ চলার গতিটা থেমে যাচ্ছে।যেন হঠাৎ গাড়িতে ব্রেক চাপা হল।কিন্তু এটাকে যদি এভাবে লেখা যায় ''তুলনা তোমার এই জগতে'' তাহলে আমার মনে হয় আর বাধা পড়বে না।