অধরা তো রইবে তরী
হয় যে দেরি সবকিছুতেই, কথা দিয়েও জায়গাটাতে
হয় না যাওয়া সময় মতো;
সময় মতো হয় না বলা মনের কোণে জমিয়ে রাখা
গভীর গোপন বচন যতো।
বারো মাসের বছরটাকে টানছো কেবল নিজের মতো
আঠারো বা ষোল মাসে,
বসে বসে চুষছো আঙুল, ভাগ্য-দেবী তোমায় দেখে
তাই তো শুধু মুচকি হাসে।
গড়িমসির শরাব যদি শিরায় শিরায় বহন করো, আর
শয্যাকে বলো ভালবাসি
অধরা তো রইবে তরী, শুনবে কেবল ছেড়ে যাওয়ার
স্বপ্ন-ভাঙা দূরের বাঁশি।
ধরতে চেয়েও পারলেনা তাই কাঙ্ক্ষিত ওই হাত দুখানি
রইলে বসে একা একা
অন্যজনের হাত ধরে সে ঘাড় ফিরিয়ে বললে হেসে
পরজনমে হবে দেখা।
হয় না যাওয়া সময় মতো;
সময় মতো হয় না বলা মনের কোণে জমিয়ে রাখা
গভীর গোপন বচন যতো।
বারো মাসের বছরটাকে টানছো কেবল নিজের মতো
আঠারো বা ষোল মাসে,
বসে বসে চুষছো আঙুল, ভাগ্য-দেবী তোমায় দেখে
তাই তো শুধু মুচকি হাসে।
গড়িমসির শরাব যদি শিরায় শিরায় বহন করো, আর
শয্যাকে বলো ভালবাসি
অধরা তো রইবে তরী, শুনবে কেবল ছেড়ে যাওয়ার
স্বপ্ন-ভাঙা দূরের বাঁশি।
ধরতে চেয়েও পারলেনা তাই কাঙ্ক্ষিত ওই হাত দুখানি
রইলে বসে একা একা
অন্যজনের হাত ধরে সে ঘাড় ফিরিয়ে বললে হেসে
পরজনমে হবে দেখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।