www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মোহ ৪

যদিও চোখ বন্ধ আমার, তবু মন
ছিল খোলা, বাইরে তুফানের দাপট,
হঠাৎ অনুভূত হয় ফোনের কম্পন ;
তরী যে এগিয়ে আসে খুঁজে নিতে তট।
রাত বারোটায় রোজ ফোন করে প্রিয়া
সময় কেটে যায় মধুর প্রেমালাপে;
নুপূর-নিক্কন থামে, কাঁপে মোর হিয়া
হয় না ধরা ফোন পরিস্থিতির চাপে,
দ্বিধান্বিত মনটা অজানা স্রোতে ভাসে,
তুই এসে বসেছিস খাটের উপর,
প্রেয়সী আছে অপেক্ষায় ফোনের আশে,
তোর মনে প্রেম-ভূত করেছে কি ভর?
মুখের উপরে তোর উষ্ণ নিঃশ্বাস
কপালে এঁকে দিলি সুমধুর চুম্বন
কোথা থেকে পেলি তুই এমন বিশ্বাস?
দু চোখে চুমু দিলি, নিশ্চুপ কিছু ক্ষণ,
তারপরই ধীরে ধীরে দাঁড়ালি উঠে
পাশ-বালিশটা এনে দিলি মোর পাশে
ঘুম আজ চোখ থেকে গেছে মোর ছুটে
অন্তর্যামী বুঝি মোর হাল দেখে হাসে।
গায়ে অনুভব করি মশারির ছোঁয়া
আঁটকে দিলি ফাঁস খাটের চার কোণে,
আশঙ্কা যত ছিল সবই তবে ভুয়া?
কি পবিত্র প্রস্থান তোর! কম্পন ফোনে।
(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১২/১১/২০১৩
    মোহ-১২ পর্যন্ত পড়ে নিলাম।
    পড়ছি আর মনে বার বার ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন! কাকে কবি গ্রহণ করবে ? দিয়া ? নাকি প্রিয়া? এটা প্রশ্নই থেকে যাক। বাকিগুলো তাড়াতাড়ি পড়তে চাই কবি।
  • জহির রহমান ১২/১১/২০১৩
    মোহ পরবর্তী লেখা গুলো কবে পাচ্ছি প্রিয় কবি?
  • আরজু নাসরিন পনি ১২/১১/২০১৩
    কবিতায় 'তুই' শব্দটির ব্যবহার বরাবরই আমার খুব ভালো লাগে ।
    আপনার প্রকাশটাও বেশ সুন্দর ।
    শুভেচ্ছা রইল ।।
    • সহিদুল হক ১২/১১/২০১৩
      অজস্র ধন্যবাদ।এটি একটি আত্মজীবনীমূলক ধারা বাহিক কবিতা। আগের তিনটি পর্ব পড়া না থাকলে এটি ভালভাবে বোঝা যাবে না।
      আপনাকে অনেক দিন পর দেখলাম, ভাল আছেন তো?
  • জহির রহমান ০৮/১১/২০১৩
    অসাধারণ!
  • Înšigniã Āvî ০৮/১১/২০১৩
    osadharon...
  • ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩
    ভালো ... আবারও বাকি টুকুর অপেক্ষায় :)
    • সহিদুল হক ০৮/১১/২০১৩
      আন্তরিক ধন্যবাদ। পরে পর্ব আজ রাত ৮-টায় প্রকাশ করবো।ভাল থাকবেন।
      • ফাহমিদা ফাম্মী ০৮/১১/২০১৩
        পড়ে ফেলেছি নয়টা পর্ব :)
        • সহিদুল হক ০৮/১১/২০১৩
          তা হলে এখানে আর বাকি গুলো দেবো না। ১০ম পর্বটা আশা করি কাল ওখানে পড়ে নেবেন। বাকি পাঁচটি কেমন লাগলো জানা হলো না কিন্তু?
  • চমৎকার এগিয়ে চলছে। ভালো লাগছে।
  • মীর শওকত ০৮/১১/২০১৩
    চমৎকার আবেগ জড়িত কবিতা। খুবই ভালো লেগেছে। ধন্যবাদ কবি।বাংলা কবিতা ওয়েবসাইটেও কি আপনার সিরিছ চলছে ? সেখানে শহিদুল লিখা আছে?
    • সহিদুল হক ০৮/১১/২০১৩
      হ্যাঁ, আসলে আমি দুটি বানানই ব্যবহার করি।এই কারণে দুটি সাইটে দুরকম বানান দিয়েছি।আর ব্যস্ততার কারণে একদিনে একটির বেশি কবিতা লিখে উঠতে পারি না।তাই ঘুরিয়ে ফিরিয়ে একই কবিতা দুটি সাইটে প্রকাশ করছি আপাতত। কারণ এখানে অনেক নতুন পাঠকও আছেন।তবে এ সাইটে গল্প-কৌতুক-প্রবন্ধ লেখার জন্যই মূলত নাম লিখিয়িছি।কিন্তু সময়াভাবে হয়ে উঠছে না।আমার পাতায় কয়েকটি কৌতুক আর গল্প আছে।সেগুলি পড়ার আমন্ত্রণ রইলো।
 
Quantcast