অসম্পূর্ণতা
পাদপ-মূল হতে গভীর আসঞ্জনে
অভিকর্ষ উদাসীন শরণ পাতায়
ভূলুণ্ঠিত অস্তিত্ব উদ্বাহু আসমানে,
শব্দেরা আশ্রয় খোঁজে মাটির খাতায়।
সীমিত কলার ইন্দু পরিমিত আলো
বিলায় ভুবনে গতানুগতিক পথে,
উজ্জ্বল অংশুধর তবু কিঞ্চিৎ কালো,
পারে না কখনো সে আলোকোত্তীর্ণ হতে।
বিশ্বে যত প্রাণী আর গাছপালা আছে
পায় যত শক্তি তাতে সূর্যেরই হাত
তবু সে পরাজিত কাষ্ঠানলের কাছে
রোদের তাপে হয় না কখনই ভাত।
অভিকর্ষ উদাসীন শরণ পাতায়
ভূলুণ্ঠিত অস্তিত্ব উদ্বাহু আসমানে,
শব্দেরা আশ্রয় খোঁজে মাটির খাতায়।
সীমিত কলার ইন্দু পরিমিত আলো
বিলায় ভুবনে গতানুগতিক পথে,
উজ্জ্বল অংশুধর তবু কিঞ্চিৎ কালো,
পারে না কখনো সে আলোকোত্তীর্ণ হতে।
বিশ্বে যত প্রাণী আর গাছপালা আছে
পায় যত শক্তি তাতে সূর্যেরই হাত
তবু সে পরাজিত কাষ্ঠানলের কাছে
রোদের তাপে হয় না কখনই ভাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ২৮/১০/২০১৩কবিতা পড়তে এসে আমার দাঁত ভাঙার যো হয়েছে।
আরেকটু সহজ করে লিখতে পারো না ভাইয়া? -
দীপঙ্কর বেরা ২৮/১০/২০১৩Onobodya lekhoni
-
Înšigniã Āvî ২৮/১০/২০১৩osadharon
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩খুব চমৎকার কিছু শব্দ উপস্থাপন করেছেন কবিতা য়।ভালোো লাগলো।
খুব সুন্দর ।
কঠিন শব্দের সমাহারে উপস্থাপন।
শুভেচ্ছা রইল, কবির জন্যে ।।