বেহিসাবী
হিসাবের কাজ করুক হিসাবরক্ষক
কবির কাজ কবি
মাপনদণ্ড হাতে শিল্পী যদি আঁকে
হয় না তেমন ছবি।
গণনার দিকে মন দিতে গেলে
ভাবের ঘরে টান
কাঠামোটা বেশ মজবুত হয়, তবে
পায় না তেমন প্রাণ।
হিসাব করে কি যায় গো বলো
কাঊকে ভালবাসা?
বেহিসাবী পথ চলাতেই
মেটে মনের আশা।
কাব্য-সুধা নেমে আসে ওই
ভাবের পাহাড় বেয়ে
যেমন আসে তেমন করেই
হৃদয়ে যায় ছেয়ে।
অংক তো নয়! সূত্র মেনেই
চলতে হবে শুধু?
এলোমেলো মেঘের ফাঁকেই
জ্যোৎস্না বিলায় বিধু।
কবির কাজ কবি
মাপনদণ্ড হাতে শিল্পী যদি আঁকে
হয় না তেমন ছবি।
গণনার দিকে মন দিতে গেলে
ভাবের ঘরে টান
কাঠামোটা বেশ মজবুত হয়, তবে
পায় না তেমন প্রাণ।
হিসাব করে কি যায় গো বলো
কাঊকে ভালবাসা?
বেহিসাবী পথ চলাতেই
মেটে মনের আশা।
কাব্য-সুধা নেমে আসে ওই
ভাবের পাহাড় বেয়ে
যেমন আসে তেমন করেই
হৃদয়ে যায় ছেয়ে।
অংক তো নয়! সূত্র মেনেই
চলতে হবে শুধু?
এলোমেলো মেঘের ফাঁকেই
জ্যোৎস্না বিলায় বিধু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
-
Înšigniã Āvî ২৬/১০/২০১৩valo laaglo
-
কবীর হুমায়ূন ২৬/১০/২০১৩হিসাব থাকুক তোমার ভাড়ার ঘরের
তেলাপোকা আর ছুঁচুর,
হিসাব থাকুক তোমার ডাহা মিথ্যার
ভয় দেখালে জুজুর।
বেহিসাবি প্রেমের ঝাপি খুললাম দেখে যাও,
ইচ্ছে মতো কাঁচা পাকা সকলই তুলে নাও।
তোমার কবিতা ভালো লাগলো। -
দীপঙ্কর বেরা ২৬/১০/২০১৩Bhalo laglo . Besh .
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৬/১০/২০১৩ভালোো লাগলো ।শুভকামনা সবসময়।
কবিতা ভালো লাগলো ।।