www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু একটি বার এসো ফিরে

( অমর শিল্পী মান্না দে স্মরণে)

সর্বস্ব দিয়ে একটি কফি হাঊস গড়তে চাই,
শুধু একটি বার এসো ফিরে;
মানুষ যে আজ কাঁচের পিছনে ছোটে শুধু
পথে পড়ে থাকে আসল হীরে।
কফি হাউস নয় প্রিয় তাদের, ভালবাসে তারা
হুল্লোড়-ভরা ককটেল পার্টি
হুইস্কি-রাম-জিন-ভদকায় মাতাল হতে তারা
শরাবের আসরে গাড়ে ঘাঁটি।
জীবন থেকে পালিয়ে বাঁচতে যে চায় তারা
তাই থাকে সব নেশার ঘোরে,
আমি মাতাল হতে চাই তোমার কণ্ঠ-গানের
সুর-সুধা আকণ্ঠ পান করে,
সর্বস্ব দিয়ে একটি কফি হাঊস গড়তে চাই,
শুধু একটি বার এসো ফিরে।

সব কাজ ফেলে ছুটে যেতে চাই কফি হাউসে,
খুঁজে নেব নিরালা এক কোণ
তুমি শুধু গেয়ে যাবে গান,শুনবো গুটি কয় মোরা
সকল দুঃখ ভুলে যাবে মন।
আড্ডাটা আজ বাংলার বুকে সত্যিই বড় অমিল,
ইঁদুর-দৌড়ের রোবট তারা
আমি তোমার সান্নিধ্যে আড্ডায় হবো শামিল
সুর-মূর্ছনায় হবো আত্মহারা।
চোখের জল না ফেলেও সস্তায় মেলে ভালবাসা,
অপকৃষ্টি রাখে তাদের ঘিরে;
সহস্র ফোঁটা চোখের জলে ভেজাবো তোমার পা
শুধু একটি বার এস ফিরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ২৭/১০/২০১৩
    আমি মাতাল হতে চাই তোমার কন্ঠ- গানের
    সুর-সুধা আকন্ঠ পান করে...
    সত্যিই সব মিলিয়ে দারুণ লাগলো পড়তে ।
    প্রিয় গায়ককে নিয়ে শ্রদ্ধা জানানো লেখাটা পড়ছিলাম আর গানগুলি কানে বেজে উঠছিল ।

    কবিতায় এতো বড় বড় লাইন...কিন্তু কী অবলীলায় ছন্দ মিলিয়েছেন ...কোথাও এতোটুকু ছন্দের ঘাটতি হয় নি ...পড়তে যেয়ে ছন্দ থেকে বেরিয়ে আসতে হয় নি একটি বারও ।

    অনেক দারুণ ।।
  • জহির রহমান ২৫/১০/২০১৩
    ভালো লাগা জানিয়ে গেলাম
 
Quantcast