চাওয়া পাওয়া
যখন বৃষ্টি চাই রোদ্দুরে ঝলমল আমার উঠোন
যখন ভাবতে ভাল লাগে বেজে ওঠে মুঠোফোন
যখন জ্যোৎস্নাকে চাই আকাশ ঢেকে যায় মেঘে
যখন শান্তিকামনা করি প্রতিহিংসারা ওঠে জেগে
যখন কাব্যসাধনা করি গদ্যেরা জমায় ভিড়
যখন ভালবাসা পেতে চাই অন্তরে ধরে চিড়
যখন দুহাত বাড়িয়ে পাখিটাকে ধরতে যাই
ফুড়ুৎ করে উড়ে গিয়ে অন্য আকাশে নেয় ঠাঁই।
* * *
যখন ভাবতে ভাল লাগে বেজে ওঠে মুঠোফোন
যখন জ্যোৎস্নাকে চাই আকাশ ঢেকে যায় মেঘে
যখন শান্তিকামনা করি প্রতিহিংসারা ওঠে জেগে
যখন কাব্যসাধনা করি গদ্যেরা জমায় ভিড়
যখন ভালবাসা পেতে চাই অন্তরে ধরে চিড়
যখন দুহাত বাড়িয়ে পাখিটাকে ধরতে যাই
ফুড়ুৎ করে উড়ে গিয়ে অন্য আকাশে নেয় ঠাঁই।
* * *
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/১০/২০১৩অসাধারণ হক ভাই
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৩/১০/২০১৩সত্যিই তো আপনি ঠিক কথাই তুলে এনেছেন. কবিতা য়।আসলেই সবকিছু এমনই হয়।যখন চাই রোদ্দুর তখন আকাশে মেঘ দেয় দৌড়।যখন চাই হোক একটু বৃষ্টি, তখন সূর্য হাসে চেয়ে মিটি মিটি।খুবই চমৎকাার লিখেছে ন। ভালো লাগলো।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
-
রোদের ছায়া ২৩/১০/২০১৩দারুন! জীবনের এই কঠিন সত্যি উপলুব্ধি ও কবিতায় প্রকাশের জন্য ধন্যবাদ ।
চলতে দেয়না নিজের মতন...
স্ববিরোধী ভাবনার প্রকাশ ভালো লাগলো ।।