তুমি আর আমি
তুমি যখন আকাশ দেখো আমি দেখি পাতাল
তুমি যখন মুচকি হাসো আমি যে হই মাতাল
তুমি যখন রাস্তা হাঁটো আমি বসি ব্যালকনিতে
চাও যখন আমার পানে ভরে মন সুর-ধ্বনিতে
তুমি যখন একলা বসে ডুবে যাও ভাব-সাগরে
বুঝি তোমার মনখানাকে করলো চুরি কোন্ নাগরে
মুখটা যখন ঢাকে তোমার কে জানে কোন্ মেঘে
কানটা ধরে দাঁড়াই তখন, চাঁদটা ওঠে জেগে
সোহাগ ভরে জড়াই যখন তোমার তনুখানি
না না না বলো তুমি, আমি তার অন্য মানে জানি।
তুমি যখন মুচকি হাসো আমি যে হই মাতাল
তুমি যখন রাস্তা হাঁটো আমি বসি ব্যালকনিতে
চাও যখন আমার পানে ভরে মন সুর-ধ্বনিতে
তুমি যখন একলা বসে ডুবে যাও ভাব-সাগরে
বুঝি তোমার মনখানাকে করলো চুরি কোন্ নাগরে
মুখটা যখন ঢাকে তোমার কে জানে কোন্ মেঘে
কানটা ধরে দাঁড়াই তখন, চাঁদটা ওঠে জেগে
সোহাগ ভরে জড়াই যখন তোমার তনুখানি
না না না বলো তুমি, আমি তার অন্য মানে জানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রোদের ছায়া ২৩/১০/২০১৩সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর । শেষ লাইন তো ফাটাফাটি !!
-
আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩হাহা দারুণ রোমান্টিক কবিতা...না না আমি অন্য মানে করছি না কিন্তু ।
হাহা -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/১০/২০১৩অসাধারণ ছন্দের একটি কবিতা।সত্যিই অপূর্ব।মন কেড়ে নিয়েছে এই কবিতা।হৃদয়ের গহীনের ভালবাসা র সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে কবিতা য়।ধন্যবাদ কবি।