www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডানায় বড় ব্যথা

(ডানা সিরিজের ১ম পর্ব)

ইচ্ছে করে দূরের ঐ নীল আকাশটাকে ছুঁতে ;
শরতের সোনালী রোদে মাখামাখি হয়ে আরও সব
প্রজাপতিদের সাথে সব বাধা ঠেলে এক ইচ্ছে-উড়ান
দিতে ইচ্ছে করে খুব।সব কিছু ভুলে গিয়ে তাই সে রঙীন
ডানা মেলে উড়তে যায় মনের আগল ঠেলে উচ্ছ্বাস
ভরা চোখ মেলে।কিন্তু হায়!চার দেয়ালে ধাক্কা খেয়ে
আছড়ে পড়ে বিছানায়।নিঃশব্দ কাতরানি পৌঁছায় না
কারও কানে, ডানায় যে বড় ব্যথা!

কাল সারা রাত দু চোখের পাতা মেলাতে পারেনি সে;
মাম্মি-ড্যাডির ওয়েডিং সেরিমনি ছিল যে কাল,বন্ধুদের
সাথে হাসি হুল্লোড় আর তামাশায় মাতিয়ে রেখেছিল
সারাটা বাড়ি।কালুর মা রাতের খাবার সাজিয়ে দিয়েছিল
টেবিলে,ইচ্ছে করেনি খেতে; স্বাদ ছিল না জিভটাতে,
কেমন যেন তিতকূটে ভাব, জ্বর এসেছিল বুঝি চুপিসাড়ে,
'আজ আর স্কুলে গিয়ে কাজ নেই', বলেছে মাম্মি।
যেতে বললেও পারতো কি সে যেতে?
ডানায় যে বড় ব্যথা!

ড্যাডি গেজেটেড অফিসার,মাম্মি সার্ভিস করে মাল্টি
ন্যাশনালে। সময় কোথায় তাদের? ঘরে রিমোট
কন্ট্রোলে চালিত কত রকমের খেলনা।বোরিং লাগে
ও গুলো নিয়ে খেলতে, ভীষণ ইচ্ছে করে ডানা মেলে
উড়তে,যত বার ইচ্ছেরা বাঁধ ভাঙে ততবার চার
দেয়ালে ধাক্কা খায় আর বিছানায় আছড়ে পড়ে।আজ
ইচ্ছেটাই মরে গেছে, উড়ে গেছে দূর আকাশে তারাদের
মাঝে।রাত-জাগা চোখে হাত বুলিয়ে একটু ঘুমপাড়িয়ে
দিত যদি ঘুম-পাড়ানি মাসি!উঠে বসতেও বেশ কষ্ট।
ডানায় যে বড় ব্যথা।
(চলবে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আহমাদ সাজিদ ১৭/১০/২০১৩
    ভাল লাগল
  • আরজু নাসরিন পনি ১৭/১০/২০১৩
    ভাবতে খুব আশ্চর্য লাগছে যে, আমি একটু আগেই বিজ্ঞপ্তির পোস্টে কর্তৃপক্ষকে অনুরোধ করে এলাম 'শিশু'দের নিয়ে একটা বিষয়শ্রেণি রাখা যায় কি না ভাবতে ।
    আপনার কবিতাটা বর্তমান সময়ের শিশুদের জন্যে কঠিন বাস্তবতার মোড়কে ঢাকা রূঢ় সত্যি ।

    পড়তে পড়তে মনটাই খারাপ হয়ে যাচ্ছিল ।

    আমাদের আধুনিক ক্যারিয়ারিস্ট বাবা-মায়েদের আরো ভাবতে হবে আমাদের শিশুদের নিয়ে ।
    তাদের মানসিক বিকাশ নিয়ে ।

    যেহেতু পর্ব করে দিচ্ছেন তার মানে সামনে ডানা আছড়ানো শিশুদের গুমোট কষ্টের কথা আরো উঠে আসবে আশা করছি ।

    কবিতা পড়তে পড়তে কষ্টে গলা ধরে যাচ্ছিল !

    অনেক অভিনন্দন জানাই কবিকে...এতো বাস্তব সম্মত কবিতা উপহার দেবার জন্যে ।।
  • চমৎকার একটি ভাবনা নিয়ে কবিতা টি এগিয়ে যাচ্ছে।আশা করছি সামনে আরো ভালো কিছু পাবো।খুবই ভালো লাগছে।ধন্যবাদ কবিতা র জন্য।শুভকামনা আপনার জন্য।
 
Quantcast