নিকষ কালো আকাশ
সনেট
নিকষ কালো আকাশ থেকে মাঝে মাঝে
অদ্ভুত এক বৃষ্টি নেমে নগ্ন শরীর
যেন অক্টোপাশের মতো জাপটে ধরে।
ত্রস্ত শিহরিত আমি হাত ঘষি দেহে
চটচটে অনুভবে বিস্মিত মানুষ
শোণিত-ধারার কারণ সন্ধানে মরে।
বজ্র কণ্ঠে কৃষ্ণাকাশের ঘোষণা শুনি,
রক্ত-ধারায় ভিজবে তুমি ততদিন
যতদিন রমণী পাবে না তার মান,
ধর্ষিতার কাতর ধ্বনিতে বিষময়
এই বুকে জমেছে পচা রক্তের মেঘ
তোমরা যে মানুষ, এই তার প্রমাণ?
অনুষ্ঠান-বাড়িতে কত শত আয়োজন
স্নান সেরে প্রিয় পদ করি আহরণ।
নিকষ কালো আকাশ থেকে মাঝে মাঝে
অদ্ভুত এক বৃষ্টি নেমে নগ্ন শরীর
যেন অক্টোপাশের মতো জাপটে ধরে।
ত্রস্ত শিহরিত আমি হাত ঘষি দেহে
চটচটে অনুভবে বিস্মিত মানুষ
শোণিত-ধারার কারণ সন্ধানে মরে।
বজ্র কণ্ঠে কৃষ্ণাকাশের ঘোষণা শুনি,
রক্ত-ধারায় ভিজবে তুমি ততদিন
যতদিন রমণী পাবে না তার মান,
ধর্ষিতার কাতর ধ্বনিতে বিষময়
এই বুকে জমেছে পচা রক্তের মেঘ
তোমরা যে মানুষ, এই তার প্রমাণ?
অনুষ্ঠান-বাড়িতে কত শত আয়োজন
স্নান সেরে প্রিয় পদ করি আহরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩চমৎকার গভীর ভাবসম্পন্ন একটি কবিতা।যা হৃদয়ের মর্মে করুন অনুভূতি সৃষ্টি করে।খুবই ভালো লাগলো আপনার সনেট কবিতা।ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।
-
אולי כולנו טועים ১৬/১০/২০১৩ভালো লাগলো ll