পেটুক গদাই
এক যে ছিল পেটুক, নাম ছিল তার গদাই
যতই দাও মন ভরে না মন্ডা আর মেঠাই
একদিন সে নিদ্রা গেল স্কুলেতে এসে
স্বপনে সে চলে গেল দূর বিদেশে
সেথা গিয়ে দেখলো সে সন্দেশের ঘর-বাড়ি
গাছ থেকে সব লেডিকেনি ঝুলছে সারি সারি
লুচি দিয়ে তৈরি যত আছে পথ
পুকুরের জলগুলো সব শরবৎ
পাঁচিল ঘেরা ফুলবাগানে রাজভোগ আছে ফুটে
ইচ্ছে করে দু হাত দিয়ে সবগুলো নেয় লুটে
সাহস করে টপকে পাঁচিল ঢুকলো গদাই বাগে
কোত্থেকে যে মালি এসে ফুঁসছে ভীষণ রাগে
মালি যখন কান ধরে তার দিল ভীষণ টান
ঘুম ভেঙে যায় হঠাৎ করে স্বপ্ন যে খান খান
সে দেশ কোথায়! মালি কোথায়! এ যে ক্লাশরুম
মাস্টার মশাই বলছে রেগে,ঘুচিয়ে দেব ঘুম।
যতই দাও মন ভরে না মন্ডা আর মেঠাই
একদিন সে নিদ্রা গেল স্কুলেতে এসে
স্বপনে সে চলে গেল দূর বিদেশে
সেথা গিয়ে দেখলো সে সন্দেশের ঘর-বাড়ি
গাছ থেকে সব লেডিকেনি ঝুলছে সারি সারি
লুচি দিয়ে তৈরি যত আছে পথ
পুকুরের জলগুলো সব শরবৎ
পাঁচিল ঘেরা ফুলবাগানে রাজভোগ আছে ফুটে
ইচ্ছে করে দু হাত দিয়ে সবগুলো নেয় লুটে
সাহস করে টপকে পাঁচিল ঢুকলো গদাই বাগে
কোত্থেকে যে মালি এসে ফুঁসছে ভীষণ রাগে
মালি যখন কান ধরে তার দিল ভীষণ টান
ঘুম ভেঙে যায় হঠাৎ করে স্বপ্ন যে খান খান
সে দেশ কোথায়! মালি কোথায়! এ যে ক্লাশরুম
মাস্টার মশাই বলছে রেগে,ঘুচিয়ে দেব ঘুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ১৪/১০/২০১৩
-
সহিদুল হক ১৪/১০/২০১৩অশেষ ধন্যবাদ ভাই সাখাওয়াৎ।
ঈদের অগ্রিম শুভকামনা। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৪/১০/২০১৩চমৎকার প্রাঞ্জল রসাত্মক একটি কবিতা।খুবই উপভোগ করলাম।আমাদের এখানে তেমন কেউ হাস্যকর কবিতা লিখে না, তাই পড়া হয়না।খুব ভালোো লাগলো।আপনার জন্য রইল ভালবাসা এবং শুভকামনা।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৪/১০/২০১৩অনবদ্য সহিদ ভাই
স্বপ্নময় জগৎটাকে সুন্দর করে প্রকাশ করেছেন বেশ ।
ঈদের শুভেচ্ছা রইল ।।