হায় বাঙালি হায়
(যাদের উদ্দেশ্যে লেখা তাদের মতোই বাংরেজী ভাষাতেই কবিতাটি লেখা হয়েছে যাতে তারা বুঝতে পারে)
হায় বাঙালি হায় তোমায় চেনা বড় দায়
তোমার চলন বলন সবই এখন সাহেবি কেতায়;
খোলা হাওয়ায় মাতলে কেবল অশ্লীল ভালগারে
নিজের কালচার ভুলে গিয়ে পশ্চিমি কালচারে।
সাহেব হওয়ার বাসনাতে ভুলেছো বাংলা সাল
বাংরেজি ভাষায় বিশ্রী করেছো বাংলা ভাষার হাল
নজরুল রবি অমর্ত্য সেন জগদীশ সত্যজিৎ
শিখেছে বিশ্ব তাঁদের কাছে হয়েছে বিশ্বজিৎ।
আজ তবে কেন ভুলেছো সে সবে যাচ্ছো পরের আন্ডারে
মধু কবির মতন খুঁজে নাও রতন এই বঙ্গ ভাণ্ডারে
মাম্মি ড্যাডি আঙ্কল আন্টি হায় হ্যালো সব ছাড়ো
বাংলা ভাষার মিষ্টতা নিয়ে বাংলার বুকে বাড়ো
যেদিন তুমি চলনে বলনে শুদ্ধ বাঙালি হবে
বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
হায় বাঙালি হায় তোমায় চেনা বড় দায়
তোমার চলন বলন সবই এখন সাহেবি কেতায়;
খোলা হাওয়ায় মাতলে কেবল অশ্লীল ভালগারে
নিজের কালচার ভুলে গিয়ে পশ্চিমি কালচারে।
সাহেব হওয়ার বাসনাতে ভুলেছো বাংলা সাল
বাংরেজি ভাষায় বিশ্রী করেছো বাংলা ভাষার হাল
নজরুল রবি অমর্ত্য সেন জগদীশ সত্যজিৎ
শিখেছে বিশ্ব তাঁদের কাছে হয়েছে বিশ্বজিৎ।
আজ তবে কেন ভুলেছো সে সবে যাচ্ছো পরের আন্ডারে
মধু কবির মতন খুঁজে নাও রতন এই বঙ্গ ভাণ্ডারে
মাম্মি ড্যাডি আঙ্কল আন্টি হায় হ্যালো সব ছাড়ো
বাংলা ভাষার মিষ্টতা নিয়ে বাংলার বুকে বাড়ো
যেদিন তুমি চলনে বলনে শুদ্ধ বাঙালি হবে
বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ১৩/১০/২০১৩অশেষ ধন্যবাদ।
-
আহমাদ সাজিদ ১২/১০/২০১৩খুবই ভাল লেগেছে
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩শুরুতেই আপনাকে সশ্রদ্ধ সালাম, একটি সময়োপযোগী কবিতা উপহার দেওয়ার জন্য।আপনি কবিতায় যেসব বক্তব্য তুলে এনেছেন তা আমাদের সাধারণ বাংগালীদের ভাবিয়ে তোলে।আজ আমরা কোথায় নেমে গেছি।সত্যি নিজে আজ খুবই অসহায় মনে হয় এই বাংরেজিদের কাছে।
-
রোদের ছায়া ১২/১০/২০১৩অসাধারণ । দেশপ্রেম , ভাষাপ্রেম দুটোই পেলাম ।
-
সুবীর কাস্মীর পেরেরা ১২/১০/২০১৩চেতনার কবিতা